Thank you for trying Sticky AMP!!

অনুশীলনে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি

বাংলাদেশ ও ভারতের স্পিনার প্রসঙ্গে আফগান অধিনায়কের দাবি, ‘নেটেই এর চেয়ে ভালো স্পিন খেলি’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিনারদের সামনে আফগানিস্তানের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। ১৮ ওভারের মধ্যে ৬২ রান তুলতে বাংলাদেশের স্পিনারদের ৬টি উইকেট দিয়েছিল আফগানিস্তান। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্থানের সামনে স্পিনে আরও বড় পরীক্ষা। প্রতিপক্ষ দলের নাম যে ভারত!

Also Read: ‘মাহমুদউল্লাহকে বাদ দেওয়ায় অবাক হয়েছি’

রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার মতো স্পিনার আছে ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্টিভেন স্মিথকে ‘নিখুঁত’ এক ডেলিভারিতে আউট করেছেন জাদেজা। সে ডেলিভারি নিয়ে বিশ্লেষণ ও আলোচনা এখনো চলছে। আর এমনিতেই ভারতের স্পিনারদের সামনে দাঁড়ানোর আগে প্রতিপক্ষ দলগুলো আলাদা করে ‘হোমওয়ার্ক’ করে নেয়। আফগানিস্তান দল যে সেই প্রস্তুতি নেয়নি, তা নয়।

আসলে এই প্রস্তুতি মানে ‘হোমওয়ার্ক’ নিয়েই যত গর্ব আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির। গতকাল সংবাদমাধ্যমে এই নিয়ে আফগান অধিনায়কের কথায় এমন একটা সুর প্রকাশ পেল, এর চেয়ে ভালো স্পিনার আমরা নেটেই খেলি!

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। শুধু রশিদ নয়, মুজিব উর রহমানও প্রতিপক্ষের জন্য আতঙ্ক

আফগানিস্তানের বিপক্ষে ভারত একসঙ্গে তিন স্পিনারকে খেলাবে কি না, তা শুধু টিম ম্যানেজমেন্টই বলতে পারবে। তবে হাশমতউল্লাহ শহীদির কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের কাছে হারের পর সামনে এখন ভারত, আর এই দলের ‘ত্রিফলা’ স্পিন বিভাগ যেহেতু বাংলাদেশের চেয়েও ভালো, তাই ঠিক কী রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, পরিকল্পনাটাই-বা কী? আফগান অধিনায়কের উত্তর শুনলে যেকোনো ভারতীয় সমর্থকই হতাশ হবেন, ‘আমরা নেট সেশনে এর চেয়ে ভালো স্পিন খেলি।’

Also Read: পাকিস্তান দলে কে এই ‘বাবরের মতো আরেকজন’

কথাটা শুনেই ভ্রুকুটির আগে একটু ভেবে দেখা যাক। হাশমতউল্লাহ শহীদি সম্ভবত ভারত ও বাংলাদেশের স্পিনারদের চেয়ে নিজেদের স্পিনারদের সেরা বলতে চাননি। নেটে তাঁরা কতটা ভালো মানের স্পিনারদের মুখোমুখি হন, তা বোঝাতেই সম্ভবত ওই মন্তব্য। কিংবা যদি এভাবেও ভেবে দেখা যায়, আফগান অধিনায়ক সত্যিই বোঝাতে চেয়েছেন, ভারত ও বাংলাদেশের তুলনায় তাঁদের স্পিন বিভাগ বেশি শক্তিশালী, তাহলে কথাটা কি খুব বাড়িয়ে বলা হয়? আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় মুজিব উর রহমান ও চতুর্থ রশিদ খান।

প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি আফগানিস্তান

হাশমতউল্লাহ শহীদির মুখেই শুনুন, ‘রশিদ, নবী, নুর ও মুজিব আছে আমাদের। আমরা ওদের প্রতিদিনই খেলি। আমার মনে হয়, স্পিন খেলায় আমাদের দলটা (ধর্মশালায় বাংলাদেশের স্পিনারদের যেভাবে খেলেছে, সে তুলনায়) অনেক অনেক ভালো। আমরা জানি, (বাংলাদেশের বিপক্ষে) ওই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু মাত্র এক ম্যাচ দেখেই আমাদের বাজে দল বলতে পারেন না। আর সেই ম্যাচও এখন অতীত। আমরা জানি যে আমরা স্পিন ভালো খেলতে পারি। (আজ) পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশের বিপক্ষে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকে ৩টি করে উইকেট দিয়েছিল আফগানিস্তান। তাতে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয়েছিল হাশমতউল্লাহ শহীদির দল। তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

Also Read: জাদেজা–ধাঁধায় ‘ফেল’ স্মিথকে নিয়ে মজা শাস্ত্রীর