Thank you for trying Sticky AMP!!

ফিরছেন রোহিত শর্মা

আইপিএলে শূন্যের রেকর্ড রোহিতের, স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ কার

দল জয়ের দেখা পাচ্ছে না। দলে অধিনায়কত্ব নিয়ে ভাঙনের সুর শোনা যায়। যার মূল চরিত্রে তিনিই। তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়ার পর থেকেই মূলত এই আলোচনা শুরু।

এমন পরিস্থিতিতে ব্যাট হাতে দুর্দান্ত কিছু সবকিছু পেছনে ফেলে দেবেন, সেটাও পারেননি রোহিত শর্মা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে উল্টো আউট হয়েছেন প্রথম বলে। যাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিকও হয়েছেন ভারত অধিনায়ক।

আইপিএলে এখন সর্বোচ্চ ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। ছুঁয়েছেন আগে থেকেই শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মানদীপ সিং ও সুনীল নারাইন।

রশিদ খান, মনীশ পাণ্ডে ও আম্বাতি রাইডুর আছে ১৪ বার করে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের। সর্বোচ্চ ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

Also Read: আইপিএল: হেরেই চলছে মুম্বাই, দুয়ো শুনেই যাচ্ছেন পান্ডিয়া

তবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড নারাইনের—৪৩ বার। ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসও ৪৩ বার শূন্য রানে ফিরেছেন। তৃতীয় স্থানে থাকা রশিদ মাত্র ২৪৩ ইনিংস খেলেই ৪১ বার শূন্য রানে আউট হয়েছেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার

রোহিত সব মিলিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতে রান না করেই আউট হয়েছেন ২৯ বার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার। মাত্র ২১৪ ইনিংসে ২৮বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

সাকিব আল হাসানও আছেন এই তালিকায়। তিনি শূন্য রানে আউট হয়েছেন ২৮বার। তবে সাকিব খেলেছেন ৩৯৩ ইনিংস।

Also Read: ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন জাকির