রোহিত শর্মা ৫০ বল ৯ চার ও ৪ ছক্কায় করলেন ৮১ রান। দুই দলের দু শ পেরোনোর ম্যাচে ৪ ওভারে যশপ্রীত বুমরা দিলেন ২৭ রান, পেলেন একটি উইকেটও। এলিমিনেটরে গুজরাট টাইটানসকে হারিয়ে কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসকে তোলার কৃতিত্ব তো এই দুজনেরই।
চণ্ডীগড়ে টস জিতে ব্যাট করতে নামা মুম্বাই যে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে, তার ভিতটা গড়ে দিয়ে যান রোহিত ও জনি বেয়ারস্টো। ৭.২ ওভারে তাঁদের উদ্বোধনী জুটি যখন ভাঙে, তখন মুম্বাইয়ের স্কোরবোর্ডে জমা হয়েছে ৮৪ রান।
২২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে বেয়ারস্টো আউট হয়ে যান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে রোহিত করে যান ৫০ বলে ৮১ রান। মুম্বাইয়ের রান এরপর দু শ ছাড়িয়ে নিতে শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়াও। ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক।
বড় রান তাড়ায় নেমে ভালোই পাল্লা দিচ্ছিল গুজরাট। কিন্তু তাঁদের জন্য বাধা হয়ে দাঁড়ান যশপ্রীত বুমরা। পাওয়ার প্লের ছয় ওভারে ৭৬ রান তোলে তারা। ততক্ষণে ২৮ বলে হাফ সেঞ্চুরি করে ফেলেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন।
এই ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যেও দ্বিতীয় ওভার করতে এসে ৪ আর পাওয়ার প্লের শেষ ওভারে ১১ রান দেন বুমরা। পরেরবার ফেরেন ১৪তম ওভারে। বুমরা ওই ওভারে ৪ রান দিয়ে তুলে নেন ওয়াশিংটন সুন্দরের উইকেট, ভাঙেন সুদর্শনের সঙ্গে তাঁর ৮৪ রানের জুটি।
বুমরা তাঁর শেষ ওভার করতে ১৮তম ওভারে এসে দেন ৯ রান। শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ২৪ রান। তবে ওই ওভারে ৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন অশ্বিনী কুমার। ২০ রানে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয় গুজরাটের।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রোববার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই।