মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন
মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন

মোস্তাফিজ, রিশাদসহ আরও যাঁরা আছেন বিগ ব্যাশের ড্রাফটে

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আগামী বৃহস্পতিবার হবে আট দলের এই ড্রাফট।

ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান ও গত বছর বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পাওয়া রিশাদ হোসেন। বাকি ক্রিকেটাররা হলেন—মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়। গত বছর ড্রাফটে দল পেলেও বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের।

এবারের ড্রাফটে সবচেয়ে আলোচিত নাম সম্ভবত ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত গ্রীষ্মে। তবে এখনো দুর্দান্ত ফর্মে আছেন। ১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন দারুণভাবে। আইপিএল ও এসএ টোয়েন্টিতে উপেক্ষিত থাকা ৪১ বছর বয়সী এই পেসার বিগ ব্যাশে দল খুঁজছেন।

মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন

ড্রাফটে আছেন ভারতের সাবেক সিদ্ধার্থ কৌল-ও। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ভারতের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। আইপিএলে দীর্ঘদিন খেলেছেন—কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০২৪ সালে ভারতীয় ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়া কৌল ড্রাফটে ভারতের একমাত্র প্রতিনিধি।

বাবর আজমকে আগেই দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স

এবারের ড্রাফটে আছে পাকিস্তানি তারকাদের সরব উপস্থিতি। বাবর আজমকে আগেই দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স। এবার ড্রাফটে নাম লিখিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ এবং মোহাম্মদ রিজওয়ানও।