Thank you for trying Sticky AMP!!

হোপ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন গত ফেব্রুয়ারিতে

ওয়েস্ট ইন্ডিজ নিয়ে হোপের কোনো আশা নেই

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের নাম হোপ, যার বাংলা করলে দাঁড়ায় ‘আশা’। তবে এই হোপ অবশ্য এবারের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে না পারা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে এখনই খুব বেশি আশা দেখছেন না। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক যা বললেন তাঁর মর্মার্থ—মনোযোগ দিতে হবে অনেক বিভাগে, রাতারাতি দলের উন্নতি সম্ভব নয়।

শাই হোপ নিজেকে একটু দুর্ভাগাও ভাবতে পারেন। তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছেন মাস পাঁচেক। এই অল্প সময়েই হোপ যে ধাক্কাটা খেলেন, এমন ধাক্কা এর আগে ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ানডে অধিনায়কের পাননি। ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবারই প্রথম দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছাড়া হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাইপর্বে তারা হেরেছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের কাছেও।

Also Read: ওয়েস্ট ইন্ডিজকে হারানো ফন বিকের কি মনে পড়েছে নানার কথা

বাস্তবতা শিকার করে নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব বিভাগেই উন্নতির কথা বলেছেন হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, এখানে আঙুল তোলার মতো শুধু একটিই বিষয় নয়। আমাদের সব বিভাগেই নজর দিতে হবে। পুরো টুর্নামেন্টেই আমরা খারাপ খেলেছি। যেভাবে আমরা ইনিংস শুরু করেছি আর আমাদের ফিল্ডিং যেমন হয়েছে; এসব ভাবতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বের আদর্শ কোনো প্রস্তুতি নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বটে, তবে বাছাইপর্বের দলে থাকা ছয়জনই সেই সিরিজে ছিলেন না। আইপিএলের পর জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, আলজারি জোসেফদের বিশ্রাম দেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কও আঙুল তুলছেন ভালো প্রস্তুতি না নেওয়ার দিকে, ‘সবকিছুই শুরু হয় একটা ভিত থেকে। প্রস্তুতি ভালো হওয়াটা জরুরি, সেটা দেশ থেকেই। সকালে ঘুম থেকে উঠেই আমরা অসাধারণ দল হয়ে যাব, এমন আশা করা ঠিক নয়। অনেক বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে যা আছে, তা নিয়ন্ত্রণ করতে হবে।’

Also Read: যে ৫ কারণে বিশ্বকাপ খেলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বাজে ফিল্ডিং দলের একটি ছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপপর্বে ওয়েস্ট ইন্ডিজ ক্যাচ ছেড়েছে ১০টি, যার অনেকগুলোই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচেও সে রকমই হয়েছে। সেই ম্যাচে ব্যক্তিগত ১ ও ৩  রানে সিকান্দার রাজার ক্যাচ না ছাড়লে ফল অন্য রকমও হতে পারত। দুবার জীবন পেয়ে ৫৮ বলে ৬৮ রানের ইনিংসে খেলেছিলেন রাজা।

গতকাল ব্রেন্ডন ম্যাকমুলেনকেও জীবন দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা

গতকাল ব্রেন্ডন ম্যাকমুলেনকেও জীবন দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা। এর কারণ হিসেবে হোপ বলছেন, ‘আমি বলব মানসিকতার কথা। ফিল্ডিং মূলত আপনার মনোভাবের বিষয়। আমাদের আরও ভালোভাবে চেষ্টা করতে হবে। আমার মনে হয় না, আমরা সব সময় শতভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো ভিন্ন ভিন্ন সময়ে সেটা করেছি।’

Also Read: ওয়েস্ট ইন্ডিজকে ছাড়াই হবে এবারের বিশ্বকাপ