Thank you for trying Sticky AMP!!

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে যেকোনো সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন তাঁরা

‘ভয়ংকর’ পাকিস্তানের জন্য তৈরি প্রোটিয়ারা

পাকিস্তান দলের সংবাদ সম্মেলনটা হয়েছে আগে, দক্ষিণ আফ্রিকারটা পরে। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান এসে বলে গেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি তাঁদের জন্য বাঁচামরার লড়াই। শুধু এ ম্যাচই নয়, পাকিস্তানের জন্য প্রতিটি ম্যাচই এখন তা–ই। আর এ বাঁচামরার প্রতিটি লড়াই জিততে চান শাদাবরা। আর সেই জয়ের ধারার শুরুটা নাকি আগামীকাল দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই করবে পাকিস্তান।

সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকেরা শাদাব খানের কথাটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কানে তুলে দিয়েছেন। পাকিস্তান যখন এমনটা ভাবছে, বাভুমা আজকের ম্যাচ নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে বাভুমা বললেন, তাঁর দলের পরিকল্পনা ‘আর পাঁচটা ম্যাচের মতোই থাকবে।’ তবে পাকিস্তানকে ‘ভয়ংকর দল’ আখ্যা দিয়ে তাদের জন্য নিজেদের প্রস্তুত থাকার কথাও বলেছেন বাভুমা।

Also Read: ক্লাসেন জানতেন, ইংলিশরা ভেঙে পড়বে

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা

সংবাদ সম্মেলনে বাভুমা বলেছেন, ‘আমরা আমাদের আর সব ম্যাচের পরিকল্পনা যেভাবে করি, এটাতেও তা–ই করব। আজ আমাদের বৈঠক হয়েছে। আমরা পাকিস্তান দলকে বিশ্লেষণ করেছি। তারা আমাদের জন্য কী হুমকি নিয়ে আসতে পারে, তাদের শক্তির জায়গা এবং অবশ্যই তাদের দুর্বলতাও বিশ্লেষণ করেছি। আশা করছি, তাদের দুর্বলতা কাজে লাগাতে পারব এবং তাদের শক্তির জায়গা নাড়িয়ে দিতে পারব।’

বাভুমা এরপর যোগ করেন, ‘কিন্তু আপনি যেমনটা বললেন, পাকিস্তান ভয়ংকর একটি দল। আমরা জানি, এখনো তারা নিজেদের সেরা খেলার ধারেকাছেও যেতে পারেনি। কিন্তু আগামীকাল (আজ) সেটা করতে পারে। নিশ্চিত করতে হবে, আমরা এর জন্য তৈরি।’
এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে পাকিস্তান জিতেছে দুটিতে।

Also Read: ভালো খেলছি না, সমালোচনা তো হবেই—বললেন শাদাব