দিল্লি টেস্টে সকালের সেশনেই সহজ জয় তুলে নেয় ভারত
দিল্লি টেস্টে সকালের সেশনেই সহজ জয় তুলে নেয় ভারত

দিল্লি টেস্ট জিতে গিলের ‘প্রথম’

দিল্লি টেস্টে যে ভারত জিতবে, তা গতকাল চতুর্থ দিনের শেষ সেশনে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৬৩ রানে দিনের খেলা শেষ করেছিলেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। আজ পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাকি ৫৮ রান তুলে নিয়ে শুধু আনুষ্ঠানিকতা সেরে ফেলাটা বাকি ছিল ভারতের।

কিন্তু ভারত এই ৫৮ রান তোলার পথেই হারিয়েছে আরও ২ উইকেট। পঞ্চম দিনে ১১তম ওভারে রোস্টন চেজের বলে স্লিপে সুদর্শনের দারুণ ক্যাচ নেন শাই হোপ। ৩৯ রানে আউট হন সুদর্শন। অধিনায়ক শুবমান গিল ক্রিজে এসে দ্রুত রান তুলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে আউট হন। ১৩ রান করেন তিনি। ওপেনার লোকেশ রাহুল এক প্রান্তে ৫৮ রানে অপরাজিত থাকায় ৭ উইকেটের জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি ভারতের।

৫৮ রানে অপরাজিত ছিলেন রাহুল

দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০–তে জিতল ভারত। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।

আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সে তুলনায় দিল্লিতে ভালো পারফর্ম করেছে রোস্টন চেজের দল।

দিল্লিতে দুই ইনিংস মিলিয়ে ২০০ ওভারের বেশি ব্যাট করেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ফলো–অনে নেমে ১১৮.৫ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতের প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল ও গিলের সেঞ্চুরি স্বাগতিকদের অনেকটা এগিয়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপ সেঞ্চুরি করলেও জয়ের জন্য বেশি লক্ষ্য তারা দিতে পারেনি।

সকালের সেশনে দুটি উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ

একটি প্রতিপক্ষের বিপক্ষে টানা সর্বোচ্চ সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকার পাশে বসল গিলের ভারত। ১৯৯৮ থেকে ২০২৪ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০টি টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ২০০২ থেকে এ পর্যন্ত টানা ১০টি টেস্ট সিরিজ জিতল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ক্রেগ ব্রাফেটের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম পাঁচ টেস্টেই হারলেন চেজ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫১৮/৫ ডিক্লেয়ার ও ১২৪/৩ (রাহুল ৫৮*, সুদর্শন ৩৯; চেজ ২/৩৬, ওয়ারিক্যান ১/৩৯)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৮ ও ৩৯০।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

সিরিজ: ভারত ২–০–তে সিরিজ জিতল।