Thank you for trying Sticky AMP!!

অনুশীলনে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট

হ্যাজলউডের ঘাড়ে নিশ্বাস বোল্টের, এগোলেন ডি কক ও রোহিত

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা জশ হ্যাজলউডের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ট্রেন্ট বোল্ট। দুজনের মধ্যে ব্যবধান এখন মাত্র একটি রেটিং পয়েন্টের। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন কুইন্টন ডি কক ও রোহিত শর্মা, যেখানে শীর্ষে আছেন বাবর আজম। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অন্য অবস্থানে পরিবর্তন হলেও আগের মতোই শীর্ষে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের বিপক্ষে ১৩ অক্টোবরের ম্যাচের আগে ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পেসার বোল্ট ছিলেন ৩ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে বোল্ট পান ২ উইকেট, প্রথম বলেই লিটন দাসকে আউট করার পর ফেরান তাওহিদ হৃদয়কেও। এ পারফরম্যান্সের পর এ বাঁহাতি পেসার ভারতের মোহাম্মদ সিরাজকে টপকে দুইয়ে চলে আসেন।

Also Read: খাবার ডেলিভারি থেকে ‘কমলা ইতিহাস’ ডেলিভারি

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার হ্যাজলউডের (৬৬০) চেয়ে বোল্ট (৬৫৯) এখন মাত্র ১ রেটিং পয়েন্ট পিছিয়ে। সর্বশেষ এ বছরের জানুয়ারিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বোল্ট। তিনে থাকা সিরাজের রেটিং পয়েন্ট ৬৫৬, চারে থাকা আফগান লেগ স্পিনার রশিদ খানও (৬৫৪) পিছিয়ে নেই খুব একটা। রশিদ চারে উঠতে এগিয়েছেন দুই ধাপ।

বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নেন বোল্ট

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ দিয়েছেন আরও বড় লাফ, সাত ধাপ এগিয়ে আফগানিস্তানের মুজিব উর রেহমানের সঙ্গে যৌথভাবে ৫ নম্বরে উঠে এসেছেন এ বাঁহাতি স্পিনার। দুজনেরই ৬৪৪ করে রেটিং পয়েন্ট। এ ছাড়া ভারতের যশপ্রীত বুমরা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা সাত ধাপ করে এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। ছয় ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন রাবাদার সতীর্থ লুঙ্গি এনগিডি।

ব্যাটিংয়ের র‍্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন ডি কক ও রোহিত। টানা দুটি সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করা দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কক অবশ্য গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়েছেন ২০ রান করেই। এরপরও সতীর্থ রেসি ফন ডার ডুসেনকে টপকে তিনে চলে এসেছেন, যাঁর রেটিং পয়েন্ট ৭৪২।

বড় লাফ দিয়েছেন রোহিত

রোহিতের উন্নতি আরও বেশি। আফগানিস্তানের বিপক্ষে ১৩১ রান করার পর পাকিস্তানের বিপক্ষে ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলা ভারত অধিনায়ক পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। ৭১৯ রেটিং পয়েন্ট তাঁর। শীর্ষ ১০–এর বাইরে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের। ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন গুরবাজ, ২৭ নম্বরে উঠে আসতে ১৬ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯ বলে ৭৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা এডওয়ার্ডস। শীর্ষে থাকা বাবর অবশ্য নিজের রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন আরও, ভারতের বিপক্ষে ফিফটি করা পাকিস্তান অধিনায়কের (৮৩৫) সঙ্গে দুইয়ে থাকা শুবমান গিলের (৮২২) পার্থক্য এখন ১৩ পয়েন্টের।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট আগের মতোই আছে—৩৪৩। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এখানে এক ধাপ এগিয়ে যৌথভাবে ছয়ে উঠেছেন, তিন ধাপ এগিয়ে আটে উঠেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।