বিশ্ব জয় করেছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিহাস গড়া সেই জয় একটি বিশ্ব রেকর্ডও উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমাকে। টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে সবচেয়ে সফল এখন বাভুমাই।
বাভুমা টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম টস করেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিয়নে। সেই ম্যাচটি ৮৭ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। এরপর গতকাল শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ মোট ১০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন বাভুমা। এই ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তাঁর দল। অন্য ম্যাচটি হয়েছে ড্র।
২০২৪ সালে পোর্ট অব স্পেনে বৃষ্টিতে বারবার বন্ধ হওয়া ড্র ম্যাচে পুরো খেলা হতে পারলে কী ফল হতো, সেটি অবশ্য বলার উপায় নেই। পাঁচ দিনে ২৯৫ ওভার খেলা হতে পেরেছিল। বাভুমারা ফলের আশায় শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৩ রান তুলেই ইনিংস ঘোষণা করেন। তাতে ম্যাচ জিততে ২৯৮ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ৫ উইকেটে ২০১ রান তোলার পর শেষ হয়ে যায় খেলা।
অধিনায়ক হওয়ার পর বাভুমা খেলতে পারেননি পাঁচটি টেস্টে। এর তিনটিতেই হারে দক্ষিণ আফ্রিকা। এর একটিতে অধিনায়ক ছিলেন ডিন এলগার। আর দুটিতে তৃতীয় সারির দল নিয়ে নিউজিল্যান্ডে যাওয়া নিল ব্র্যান্ড। গত বছর বাংলাদেশ সফরে দুই জয়ে দলটির অধিনায়ক ছিলেন এইডেন মার্করাম। চোটের কারণে খেলতে না পারলেও বাভুমা অবশ্য ড্রেসিংরুমে ছিলেন।
বাভুমার মতো অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের ৯টিতেই জিতেছেন পার্সি চ্যাপম্যানও। ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত ১৭ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান অবশ্য প্রথম ১০ টেস্টের ১টিতে হেরেছেন।
অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টেই অপরাজিত থাকার রেকর্ডে বাভুমার সঙ্গী অবশ্য একজন আছেন। তাঁর নাম ওয়ারউইক আর্মস্ট্রং। দৈহিক গড়নের কারণে ‘বিগ শিপ’ নামে পরিচিত আর্মস্ট্রং ১৯২০-২১ সালে অস্ট্রেলিয়াকে ১০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৮টিতে, অন্য দুটি ম্যাচ ড্র হয়েছিল। আর্মস্ট্রংয়ের অধিনায়কত্বের ক্যারিয়ার এই ১০ ম্যাচেরই। বাভুমা তাঁকে ছাড়িয়ে গিয়ে অপরাজিত থেকেই কি ক্যারিয়ার শেষ করতে পারবেন?