২০০তম টি–টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেছে ভারত ক্রিকেট দল
২০০তম টি–টোয়েন্টির মাইলফলক স্পর্শ করেছে ভারত ক্রিকেট দল

টি-টোয়েন্টিতে পাকিস্তানের পর ভারতের ‘ডাবল সেঞ্চুরি’, বাংলাদেশ কোথায়

লক্ষ্যটা খুব বড় ছিল না। অন্তত আইপিএল-অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ে ভর্তি ভারতীয় দলের জন্য। তবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কাল ওয়েস্ট ইন্ডিজের ১৪৯ রান তাড়া করতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। ভারত ম্যাচ হেরেছে ৪ রানে।

হারে অস্বস্তিকর হয়ে ওঠা এই ম্যাচই ছিল ভারতের ২০০তম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচসংখ্যায় ‘ডাবল সেঞ্চুরি’ হলো এ নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম দল হিসেবে ২০০তম টি-টোয়েন্টি খেলে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দুই শর এই সময়ে খুঁজে দেখা যাক আরও কিছু সংখ্যা। যে সংখ্যায় লেখা আছে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ঝলক।

পাকিস্তানের পর ভারত

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ-ভারত পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১৮৮তম ম্যাচ। এর মধ্যে ২০০টি ম্যাচ খেলার কৃতিত্ব শুধু পাকিস্তান আর ভারতেরই।

১০
সবার শেষে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হয় ২০০৫ সালে, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। ভারত নিজেদের প্রথম টি-টোয়েন্টি খেলে ২০০৬ সালের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তখন আইসিসির পূর্ণ সদস্যদেশ ছিল ১০টি। এর মধ্যে ভারতই সবার শেষে টি-টোয়েন্টি শুরু করেছিল।

১৮৬৩
এক শ থেকে দুই শতে লাফ

ভারত শততম টি-টোয়েন্টি খেলেছিল ২০১৮ সালে। আরও পরিষ্কার করে বললে, প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে ৪ হাজার ২২৬ দিন সময় লেগেছিল ভারতের। কিন্তু পরের ১০০ টি-টোয়েন্টি তারা খেলেছে মাত্র ১৮৬৩ দিনের মধ্যে।

হার্দিকের তেতো অভিজ্ঞতা

প্রথম, ৫০তম, ১০০তম ও ১৫০তম-এর আগের প্রতিটি মাইলফলকের ম্যাচে জয় পেয়েছিল ভারত। ম্যাচগুলোয় অধিনায়ক ছিলেন যথাক্রমে বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ২০০তম মাইলফলকের ম্যাচে ভারতের ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে আগের তিন অধিনায়কের মতো তিনি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। এমন মাইলফলকের ম্যাচে হেরে যাওয়া অধিনায়ক হয়ে গেলেন পান্ডিয়া।

৯১.৬৬
বাংলাদেশ যখন বড় শিকার

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে ভালো রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ১২টি ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে ভারত, জয়-হারের অনুপাত ৯১.৬৬।

পাকিস্তানকে ছাড়িয়ে

ম্যাচের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের পরে হলেও জয়ের হারে এগিয়ে ভারত। পাকিস্তান এখন পর্যন্ত ২২৩ ম্যাচের ১৩৪টিতে জিতেছে, জয়ের হার ৬২.৪৪। আর ভারত ২০০ ম্যাচের মধ্যে জিতেছে ১২৭টিতে, জয়ের হার ৬৬.১৫। পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ জয়ের হার।

কে কত টি–টোয়েন্টি খেলেছে?
১৫২
৯–এ বাংলাদেশ

বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১৫২ টি-টোয়েন্টি। ম্যাচসংখ্যায় ৯ম। এর মধ্যে ৫৬টিতে জয় তুলে বাংলাদেশের সাফল্যের হার ৩৭.৫৮, যা আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে ১১তম। ১২৩ ম্যাচে ৩৮ জয় নিয়ে বাংলাদেশের পেছনে আছে শুধু জিম্বাবুয়ে।