ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ ইমার্জিং দলের মাহফিজুল ইসলাম
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ ইমার্জিং দলের মাহফিজুল ইসলাম

২০ বলে ৩৯ রানের সমীকরণ মিলিয়ে জিতল বাংলাদেশ ইমার্জিং

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল করেছিল ৩০১ রান। তবে শুরুতে মাহফিজুল ইসলাম, মাঝে আকবর আলী ও শেষে তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসানের ব্যাটে ভর করে ২ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়ে গেছে বাংলাদেশ ইমার্জিং দল।  শেষ ২০ বলে ৩৯ রানের প্রয়োজন মিটিয়ে জিতে তাতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের উদীয়মানেরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকারা ৭৯ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট।  কনর ইস্টারথুইজেন ও আন্দিলে সিমেলানের ব্যাটে শুরুর ধাক্কাটা সামলায় দক্ষিণ আফ্রিকা।

৬৯ বলে ৭১ রান করে ইস্টারথুইজেন ফিরে যান ৪৪তম ওভারে। এরপর দলটির রান ৩ শর ওপরে নিয়ে যান আটে নামা সিমেলানে। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলা সিমেলানে।

৮৯ বলে ৮৭ করে ম্যাচসেরা হন মাহফিজুল

সিমেলানে-ঝড়ে শেষ ১০ ওভারে ১১৬ রান যোগ করে দক্ষিণ আফ্রিকানরা।বাংলাদেশের পেসার রিপন মণ্ডল নিজের শেষ দুই ওভারে দেন ৪১ রানে। ১০ ওভারে ৮৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন এই রিপন।

এ ছাড়া ৭ ওভার ৫১ রান দেওয়া আহরার আমিন পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন রাকিবুল হাসান, মাহফিজুর রাব্বি ও আসাদুজ্জামান পায়েল।

৩০২ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিকে ৫২ রান পায় বাংলাদেশ। ৭ চারে ২৭ বলে ৩১ রান করে জিশান আলমের আউটে ভাঙে জুটি।। এরপর প্রিতম কুমারকে নিয়ে ৩৯ রান যোগ করেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। মাহফিজুল এরপর তৃতীয় উইকেটে আরিফুল ইসলামকে (৩৬) নিয়ে ৮১ রান যোগ করেন। ৮৯ বলে ৮৭ রান করা মাহফিজুলের বিদায়ে ভাঙে জুটি।

এরপরই উইকেটে এসে ঝড় তোলেন অধিনায়ক আকবর আলী। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করে তিনি আউট হন দলবে ২৬৩ রানে রেখে সপ্তম ব্যাটসম্যান হিসেবে।

অধিনায়কের বিদায়ের পর ২০ বলে ৩৯ রান দরকার ছিল বাংলাদেশ ইমার্জিংয়ের। তোফায়েল আহমেদ (২০ বলে ২৪*) ও রাকিবুল হাসানের (১০ বলে ২৪*) ঝড়ে ২ বল হাতে থাকতেই সমীকরণটা মিলিয়ে ফেলে বাংলাদেশ।