Thank you for trying Sticky AMP!!

সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন

সাকিবের যে পথে হাঁটবেন না নাজমুল

এক দলে চার ওপেনার। লিটন দাস, এনামুল হক, সৌম্য সরকার ও তানজিদ হাসান। তাঁদের মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেন করবেন কোন দুজন, বাকি দুজনেরই ভূমিকাই বা কী হবে?

আজ অধিনায়ক নাজমুল হোসেনের সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটনের ভূমিকা ধরেই প্রশ্নটা হলো। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের ওয়ানডেতে লিটন ব্যাট করেছিলেন চার নম্বরে। ওপেন করেছিলেন এনামুল ও সৌম্য। এবার তাহলে কার ভূমিকা কী হবে?

Also Read: ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাবর এখনো মানতে পারছেন না

নাজমুল মৃদু হেসে সুকৌশলে এড়িয়ে গেলেন প্রশ্নটা, ‘এখন এটা বলতে চাইছি না। দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।’ তবে সুযোগ পেলে আরেক ওপেনার সৌম্য সরকারের কাছ থেকে ভালো কিছুই আশা অধিনায়কের, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

কোন ভূমিকায় খেলবেন সৌম্য

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচই খেলে নেলসনের দ্বিতীয়টিতে ১৬৯ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন সৌম্য। তাঁর কাছে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক দলের। তবে নাজমুল সবচেয়ে বেশি যেটা চাচ্ছেন, সেটা হলো সবাই মিলে একটা দল হয়ে খেলা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।’

Also Read: শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদ্‌যাপন, কী বলছেন নাজমুল

গত ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। কে ওপেনার, কে মিডল অর্ডারে—কোনো কিছুর ঠিক ছিল না। পুরো বিশ্বকাপটাই পরীক্ষার মধ্য দিয়ে পার করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

তানজিদ কি সুযোগ পাবেন

নিউজিল্যান্ড সফরে অবশ্য ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুলের বাংলাদেশ তা থেকে সরে এসেছিল। আজও সেটা মনে করিয়ে দিয়ে নাজমুল জানিয়ে দিলেন, সাকিবের পথে তিনি হাঁটবেন না, ‘গত সিরিজে খুব একটা অদলবদল হয়নি। এখন সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না।’

সাকিব না থাকলেও নাজমুল দলে পাচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহকে, বিশ্বকাপ থেকেই যিনি আছেন দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে কাল একটা ভালো সিরিজই শুরুর আশা অধিনায়কের।