Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ

তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না ডমিঙ্গো

দৃশ্যটা বাংলাদেশ দলের জন্য স্বস্তিরই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দলের সঙ্গে ফুটবল খেলছিলেন চোট থেকে ফেরা তাসকিন আহমেদ। কিছুক্ষণ পর শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমানের সঙ্গে বোলিংও করলেন।

মাঠের একটু দূরে দাঁড়িয়ে তাসকিনকে দেখছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার, সঙ্গে ফিজিও বায়েজিদ ইসলামও দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছিল, আগামীকাল ভারতের বিপক্ষে একাদশে থাকতে কোনো সমস্যা নেই তাসকিনের। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এখনই তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাসকিন কদিন আগেই একটা ব্যথানাশক ইনজেকশন নিয়েছে। কাল কিছুক্ষণ জিম করেছে। আজ ৫-৬ ওভার বল করেছে। আমি নিশ্চিত না, তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না। এখনো অনেক খেলা বাকি এই সিরিজে। দুটি টেস্ট ম্যাচ আছে। এটা আমাদের সুযোগ অন্য পেস বোলারদের গড়ার। তাসকিন এখন সুস্থ হওয়ার পথে।’

অবশ্য প্রথম ম্যাচ জেতায় বাংলাদেশ দল হয়তো এমনিতেও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না।