Thank you for trying Sticky AMP!!

অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথান লায়ন

অ্যাডিলেডে ওয়ার্নকে পেরিয়ে গেলেন লায়ন

একটি উইকেটই দরকার ছিল। ম্যাচে বল হাতে নেওয়ার পর নাথান লায়নকে অপেক্ষা করতে হলো মাত্র ৭ বল। জার্মেইন ব্ল্যাকউডকে করা ফিরতি বলটি মুঠোবন্দী করতেই হয়ে গেল রেকর্ড, ছাড়িয়ে গেলেন কিংবদন্তি শেন ওয়ার্নকে। অ্যাডিলেড ওভালের ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট উইকেট এখন একসময় এ মাঠেই গ্রাউন্ডসম্যানের কাজ করা লায়নের।

উইকেটে লায়ন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার দিনটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্ত অবস্থানে চলে গেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৫১১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেওয়ার পর ক্যারিবীয়দের ১০২ রানেই ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪৭ রান করে অপরাজিত আছেন আগের ম্যাচে অভিষিক্ত তেজনারায়ন চন্দরপল।

পার্থ টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া অ্যাডিলেডের প্রথম দিনেই ৩ উইকেটে ৩৩০ রান তুলে ফেলেছিল। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মারনাস লাবুশেন ও ট্রাভিস হেড।

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৭ রানে অপরাজিত তেজনারায়ন চন্দরপল

দ্বিতীয় দিনে নিজেদের তিন অঙ্কের ইনিংসকে দেড় শ ছাড়িয়ে নিয়েছেন দুই ব্যাটসম্যান। আগের দিনের সঙ্গে ৪৩ রান যোগ করে লাবুশেন থামেন ১৬৩ রানে। হেডের সঙ্গে গড়া ২৯৭ রানের জুটিটি থামান ডেভন থমাস। এরপর হেডও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। রানআউট হওয়ার আগে করে যান ১৭৫ রান।

৪৪২ রানের মধ্যে লাবুশেন ও হেড আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে পাঁচ শর দিকে নিয়ে যান অ্যালেক্স ক্যারি। বাঁহাতি এ উইকেটকিপার–ব্যাটসম্যান ৫৪ বলে ৪১ রানে অপরাজিত থাকাবস্থায় ৭ উইকেটে ৫১১ রানে ইনিংস ঘোষণা করেন স্টিভেন স্মিথ।

Also Read: লাবুশেনের টানা তৃতীয় সেঞ্চুরি, পার্থে ১ রানের আক্ষেপ ঘুচল হেডের

১৩৭ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৫০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে তৃতীয় উইকেটটি ছিল এই মাঠে লায়নের ৫৭তম।

আগের ম্যাচে ৮ উইকেট নেওয়া লায়ন এত দিন অ্যাডিলেডে ওয়ার্নের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। আজ নিজের বলে ব্ল্যাকউডের ক্যাচ নিয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন।