মোহাম্মদ আমির
মোহাম্মদ আমির

আইপিএল না পিএসএল—পাকিস্তানের আমির বেছে নিলেন ভারতের আইপিএল

আইপিএল খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা করছেন তিনি। সেই সুবাদে আইপিএলের সামনের আসরে একজন ব্রিটিশ হিসেবে খেলার সুযোগ থাকবে তাঁর।

ধরা যাক, আমিরকে আইপিএলের কোনো এক দল কিনেও নিল। তখন যদি একই সময়ে আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই হয়, তাহলে কোন লিগে খেলবেন আমির?

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের পডকাস্ট শোতে কোয়েটার হয়ে পিএসএল খেলা আমিরকে এই প্রশ্নটি করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে পাকিস্তানের বাঁহাতি পেসার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আইপিএলকে বেছে নিয়েছেন। আমিরের জবাবটা এ রকম—‘সত্যি বলতে, যদি সুযোগ পাই, অবশ্যই আমি আইপিএল খেলতে চাইব। আমি খোলাখুলিভাবেই বলছি। তবে যদি সুযোগ না পাই, তাহলে পিএসএলই খেলব।’

আজ শুরু হচ্ছে পিএসএল

বেশির ভাগ ক্রিকেটারই আইপিএলকেই প্রাধান্য দেন। অর্থ, টুর্নামেন্টের চাকচিক্য, খেলার মান—সবদিক থেকেই বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএল। অন্যদিকে পিএসএল এসব দিক থেকে আইপিএলের বেশ পেছনেই।  

আমির আইপিএল খেলার ইচ্ছার কথা বলেছিলেন কিছুদিন আগেও। ৩২ বছর বয়সী এই পেসার আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে জিও নিউজের ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে বলেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’

আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। গত কয়েক বছর তিনি বেশির ভাগ সময় থাকেনও ইংল্যান্ডেই। সেই সুবাদেই ব্রিটিশ পাসপোর্ট পাবেন এই আমির। সুযোগ পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

একই অনুষ্ঠানে উপস্থিত থাকা পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বলেছিলেন, আইপিএলে বেঙ্গালুরুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমির, ‘আরসিবির আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং বিভাগ ভালো, তাদের বোলিং সব সময়ই সমস্যার। আমির আরসিবির হয়ে খেললে তারা শিরোপা জিতবে।’

২০০৮ সালের প্রথম আইপিএলে খেলেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। শোয়েব আখতার, সোহেল তানভীররা সেই আইপিএলে বেশ আলো ছড়িয়েছিলেন। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এরপর আর আইপিএলে খেলা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। এরপর আজহার মেহমুদই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন।