দুই ম্যাচ খেলেই ভারতের বিশ্বকাপ একাদশ থেকে বাদ পড়েছিলেন ঈশান
দুই ম্যাচ খেলেই ভারতের বিশ্বকাপ একাদশ থেকে বাদ পড়েছিলেন ঈশান

ভারতের বিশ্বকাপ একাদশ থেকে বাদ পড়ার কষ্টের কথা জানালেন ঈশান

বিশ্বকাপ দলে ছিলেন। খেলেছেনও। কিন্তু দুই ম্যাচ খেলে তেমন ভালো কিছু করতে না পারার খেসারত দিয়েছেন। বাদ পড়েছেন প্রথম একাদশ থেকে। লিগ পর্বে ৭টি আর সেমিফাইনাল, ফাইনাল মিলিয়ে আরও দুটি, মোট ৯ ম্যাচে ডাগ আউটেই কাটাতে হয়েছে তাঁকে।

ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষানের কথাই বলা হচ্ছে। বিশ্বকাপ দলের অংশ হয়েও বেশির ভাগ ম্যাচে খেলতে না পারার যন্ত্রণা এ কদিন বয়ে নিয়ে বেরিয়েছেন। সেই যন্ত্রণাই তাঁকে হয়তো তাতিয়ে রেখেছিল বিশ্বকাপের পরই শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন। বিশাখাপট্টনামের (৩৯ বলে ৫৮ রান) পর গতকাল তিরুবনন্তপুরমেও তাঁর ব্যাট হেসেছে। সিরিজ নিজেদের করে নিয়েই বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে নিজের মনের কথাগুলো উগরে দিয়েছেন ঈশান।

বিশ্বকাপে দুই ম্যাচে তেমন কিছু করতে পারেননি

গতকাল তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঈশানের ব্যাট থেকে এসেছে ২৫ বলে অর্ধশতক (৫২)। রুতুরাজ গায়কোয়াড়ও করেছেন ৫৮ রান। যশস্বী জয়সোয়ালও পেয়েছেন অর্ধশতক (৫৩)। এই তিনের ব্যাটে চেপে ভারত কাল স্কোরবোর্ডে তোলে ৪ উইকেটে ২৩৫। অস্ট্রেলিয়া জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯১ রানে থেমে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের প্রথম তিন ব্যাটসম্যানের অর্ধশতক পাওয়ার ঘটনা এটিই প্রথম। ৪৪ রানের এই জয়ের পর ঈশান জিও সিনেমাকে জানিয়েছেন বিশ্বকাপের সময় তাঁর একাদশ থেকে বাদ পড়ার মর্মবেদনার কথা, ‘এটা এক ধরনের ক্ষুধা। দুর্দান্ত একটা দলের অংশ হতে না পারার বেদনা। বিশ্বকাপে ভারত দুর্দান্ত একটা দল হয়ে খেলেছে। কিন্তু আমি এই দলটার হয়ে প্রথম একাদশে থাকতে পারিনি। এটা আমাকে খুব কষ্ট দেয়। এটাই আন্তর্জাতিক ক্রিকেট। এখানে আপনি কখনো কখনো মাঠের বাইরে থাকবেন। কখনো বা আপনাকে নতুন করে শুরু করতে হবে। যখন সুযোগ আসবে, আপনাকে সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

ঈশানের কষ্ট ভারতের বিশ্বকাপ দলের অংশ হয়ে থাকতে না পারা

গত ডিসেম্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্ত। তখন থেকেই ভারতীয় দলে নিয়মিত ছিলেন ঈশান। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে এক ওয়ানডেতে দ্বিশতকও করেন। বিশ্বকাপ দলেও ছিলেন পারফরম করেই। কিন্তু বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একেবারেই ভালো করতে পারেননি। দুটি ম্যাচেই আউট হয়েছেন বাজেভাবে। উদ্বোধনী ব্যাটসম্যান শুবমান গিল ডেঙ্গুতে থেকে সুস্থ হয়ে ফেরার পর একাদশ থেকেই বাদ পড়ে যান। তাও থাকতে পারতেন। কিন্তু লোকেশ রাহুল কিংবা শ্রেয়াস আইয়ারের জায়গায় তাঁকে খেলানোর কোনো যুক্তি খুঁজে পায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।