Thank you for trying Sticky AMP!!

ক্যারিয়ারের ১৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন দিমুথ করুনারত্নে

মুশফিকের পাশে করুনারত্নে, দুই সেঞ্চুরিতে গলে শ্রীলঙ্কার দিন

৫ এপ্রিল মিরপুরে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০টি দেশের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। আজ গলে একই কীর্তিতে নাম লেখালেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। দুটি ম্যাচের প্রতিপক্ষই এক—আয়ারল্যান্ড।

১০ দিন আগে রেকর্ড গড়া ইনিংসটিকে ১২৬-এ টেনে নিয়েছিলেন মুশফিক। এবার করুনারত্নের ইনিংস থেমেছে ১৭৯ রানে। শ্রীলঙ্কার হয়ে তিন অঙ্কের দেখা পেয়েছেন কুশল মেন্ডিসও। তাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে স্বাগতিকদের রান ৪ উইকেটে ৩৮৬। দিনেশ চান্ডিমাল ১৮, প্রবাত জয়াসুরিয়া ১২ রানে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা নিশান মাদুশকা ও করুনারত্নের উদ্বোধনী জুটি থেকে পায় ৬৪ রান। ২৯ রান করে মাদুশকা আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটেই বড় সংগ্রহের ভিত্তি পেয়ে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয় উইকেটে ২৮১ রানের জুটি গড়েন করুনারত্নে–মেন্ডিস

প্রায় চার ঘণ্টা স্থায়ী জুটিতে ৫৯.১ ওভারে ২৮১ রান যোগ করেন করুনারত্নে-মেন্ডিস। দুজনই তুলে নেন সেঞ্চুরি। করুনারত্নে টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি স্পর্শ করেন ১৩৯ বলে, মেন্ডিসের অষ্টম সেঞ্চুরি ১৪২ বলে। ১৯৩ বলে ১৪০ রান করে এলবিডব্লু মেন্ডিস।

Also Read: গরমে অতিষ্ঠ ক্রিকেটাররা, প্রিমিয়ার লিগের সূচি পরিবর্তন চান মাহমুদ

করুনারত্নে অবশ্য ১৫০ ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে দিনের খেলা শেষের চার ওভার আগে মার্ক অ্যাডাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন করুনারত্নে। শ্রীলঙ্কা অধিনায়কের ২৩৫ বলের ইনিংসে ১৫টি চার। অন্যদিকে মেন্ডিস মেরেছেন ১৮টি চার ও ১টি ছক্কা।

কুশল মেন্ডিস খেলেছেন ১৪০ রানের ইনিংস

দুই সেঞ্চুরির দিনে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস অবশ্য রানের খাতা খুলতে পারেননি। বেন হোয়াইটের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাবেক অধিনায়ক।

Also Read: বাবার পর ছেলে, যমজ ভাই—আইপিএলে এবারই প্রথম