ম্যাচের প্রতীকী ছবি হিসেবেই চালিয়ে দেওয়া যায় সালমান মির্জার রানআউটের দৃশ্যটাকে
ম্যাচের প্রতীকী ছবি হিসেবেই চালিয়ে দেওয়া যায় সালমান মির্জার রানআউটের দৃশ্যটাকে

১৪ মাস পরে মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা ও বাংলাদেশের জয়োল্লাস

১৪ মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ছবিতে ছবিতে বাংলাদেশের জয়ের গল্প...
অবশেষে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা নয়টি টি–টোয়েন্টিতে টসে হারের পর টস শেষে সিদ্ধান্ত নিতে পেরেছেন লিটন
পাকিস্তানের প্রথম ২ উইকেট নেওয়া বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ (বাঁয়ে) ও মেহেদী হাসান। ৩২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান
গ্যালারিতে ছিলেন পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত সমর্থক জলিল চাচা
অধিনায়ক সালমান আগাকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ৪০/৩ বানিয়ে দেন তানজিম হাসান
মোহাম্মদ নেওয়াজ রানআউট। পাকিস্তান ৪৬/৫
পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ স্কোরার ফখর জামানকে রানআউট করছেন লিটন দাস। পাকিস্তান ৭০/৬।
মোস্তাফিজুর রহমানকে খেলতেই পারেনি পাকিস্তানিরা। বাংলাদেশের বাঁহাতি পেসার ৪ ওভারে ৬ রান দিয়ে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। নিয়েছেন ২ উইকেট
১৯তম ওভারের প্রথম তিন বলে ৩ উইকেট হারিয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান। দ্বিতীয় বলে রানআউট হয়েছেন সালমান মির্জা
১ রান করেই ফিরেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান
অধিনায়ক লিটন দাসও টেকেননি বেশিক্ষণ। দলকে ৭ রানে রেখে ব্যক্তিগত ১ রানে ফিরেছেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে
৩৬ রান করার পথে পারভেজ হোসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করে সব শঙ্কা উড়িয়ে দেন তাওহিদ হৃদয়
হৃদয়ের বিদায়ের পর জাকের আলীকে নিয়ে বাকি কাজটা সমাধা করেছেন পারভেজ হোসেন। ৩৯ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের ওপেনার। হয়েছেন ম্যাচসেরাও