রায়ান বার্লকে নিয়ে মাঠে নেমেছে রাজশাহী
রায়ান বার্লকে নিয়ে মাঠে নেমেছে রাজশাহী

দুই বিদেশি নিয়ে নেমেছে রাজশাহী

বিতর্কের এক দিনই পার করেছে গতকাল দুর্বার রাজশাহী। ম্যাচের দিন হোটেল বদলাতে হয়েছে, টাকা পাননি বলে দলটার বিদেশি ক্রিকেটাররা মাঠেই আসেননি। তবে এমন দিনেও রাজশাহী মাঠ ছেড়েছিল রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় জয় নিয়ে, যেটি ছিল এবারের বিপিএলে রংপুরের বিপক্ষে তাদের দ্বিতীয় জয়।

সেই সংকট রাজশাহী কাটিয়ে উঠেছে এক রাতের মধ্যে। স্থানীয় ক্রিকেটারদের মতো বিসিবি তাদেরও আশ্বাস দিয়ে বলেছে, টাকা-পয়সা নিয়ে দুশ্চিন্তা না করতে। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটা তারা খেলতে নামছে দুই বিদেশি রায়ান বার্ল ও আফতাব আলমকে নিয়ে। বিপিএলে এবারের আসরে জিম্বাবুইয়ান বাঁহাতি ব্যাটসম্যান ও লেগ স্পিনার বার্লকে রাজশাহীর অন্যতম সেরা পারফরমারই বলতে হবে। ১১ ম্যাচে একটি ফিফটি সহ ১৪৭.৫৯ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪৫। বল হাতে উইকেট নিয়েছেন ৭টি। আফগান পেসার আফতাব আলম এবারই প্রথম বিপিএলে খেলছেন। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে নিয়েছেন ২ উইকেট।

আফতাব আলমও আজ খেলছেন রাজশাহীর হয়ে

কালকের ঘটনা নিয়ে ম্যাচ শেষে হতাশাই প্রকাশ করেছেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে বলেছেন, ম্যাচের দিন হোটেলে বদলানো তাঁর জীবনে নতুন অভিজ্ঞতা। ‘দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা সব খেলোয়াড়। আমি যতটুকু শুনেছি, টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করেছে, কিন্তু বিদেশিদের কেউ দরজা খোলেনি’—বলেছিলেন তাসকিন।

তাসকিনই জানিয়েছিলেন, কাল রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের মাঠে আসার অনুরোধ করেছিল বিসিবিও। এমনকি তিনি নিজেও চেষ্টা করেছেন তাদের মাঠে আনতে। কিন্তু লাভ হয়নি কিছুতেই। অধিনায়ককে রুমের দরজা থেকেই ফিরিয়ে দিয়েছেন তাঁরা, ‘আমি তাদের (বিদেশিদের) বলেছি, কিন্তু তারা বলেছে, “টাকা না দিলে আমরা খেলব না।” আমি আর কী বলব, আমিও তো প্লেয়ার (হাসি)।’

নানা বিতর্কের মধ্য দিয়ে যাওয়া রাজশাহী অবশ্য ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় একেবারে খারাপ অবস্থায় নেই। সিলেটের বিপক্ষে আজ জিতলে প্লে অফে খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তাসকিনের দলের।