Thank you for trying Sticky AMP!!

৩০০ টাকায় দেখা যাবে বিপিএল ফাইনাল

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে বিপিএলের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই ফাইনাল ম্যাচের টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউসের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট।

Also Read: সিলেটকে গুঁড়িয়ে আবারও ফাইনালে কুমিল্লা

আজ এক বিবৃতিতে বিপিএল ফাইনালের টিকেটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
১৬ ফেব্রুয়ারির ফাইনালের দিন বেলা সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবে নগরবাউল (জেমস), ওয়ারফেজ ও মাকসুদ ও ঢাকা ব্যান্ড।

Also Read: ‘ক্রেডিট নাফিসার’—বললেন সালাউদ্দিন