হতাশায় শূন্যে ব্যাট ছোড়েন বেন স্টোকস।
হতাশায় শূন্যে ব্যাট ছোড়েন বেন স্টোকস।

স্টোকসের পর ব্রুক—ইংলিশ ব্যাটসম্যানদের শূন্যে ব্যাট ছোড়ার দিন

হেডিংলিতে চলছে ইংল্যান্ড-ভারত পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ঘটনাবহুল তৃতীয় দিনের খেলায় মাঠে জন্ম হয়েছে চমকপ্রদ কিছু দৃশ্যের। সে সবেরই কিছু দেখুন এখানে
ক্যাচ ধরতে গিয়ে এই বুঝি পা বাউন্ডারিতে লেগে গেল! বিপদের সম্ভাবনা বুঝে বলটা আর হাতে রাখেননি রবীন্দ্র জাদেজা, বাউন্ডারির বাইরে যাওয়ার আগে তুলে দিয়েছেন কাছাকাছি থাকা সাই সুদর্শনের (ছবিতে নেই) হাতে। ইংল্যান্ডের জেমি স্মিথের আউটের দৃশ্য
ক্রিস ওকস ব্যায়াম করতে নামেননি, খেলতে নেমেছেন। তবে শরীর কি আর সব সময় মন মতো চলে! চিকিৎসা-কর্মকর্তা মাঠে ঢোকার আগে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টায় ইংল্যান্ডের এই অলরাউন্ডার
পরে এভাবেই যশপ্রীত বুমরার বলে বোল্ড হয়েছেন ক্রিস ওকস
তিনবার ‘নতুন জীবন’ পেয়েছেন। যা কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। কিন্তু হ্যারি ব্রুকের এমনই কপাল, আউট হয়েছেন ৯৯ রানে। মাঠ ছাড়তে ছাড়তে হতাশায় ব্যাটটাই শূন্যে ছুড়ে দিলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান
শুধু হ্যারি ব্রুকসই নন, আউট হওয়ার পর হতাশায় ব্যাট শূন্যে ছুড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে স্টোকস করেন ২০ রান
খেলার মধ্যে কিছুক্ষণের জন্য মাঠের বাইরে গিয়েছিলেন স্টোকস। ওভার শেষ হলে মাঠে ঢুকবেন বলে বাউন্ডারি সীমানায় অপেক্ষায় ...