চা বাগানে সস্ত্রীক লিটন দাস
চা বাগানে সস্ত্রীক লিটন দাস

সিলেটের চা–বাগানে রোমান্টিক লিটন

সিলেটের চা–বাগানে ঘুরে বেড়িয়েছেন লিটন দাস। ঘুরতে গেছেন মাসুরা পারভিনও। এদিকে লর্ডসে খেলতে নেমে হ্যারি ব্রুকের হাতে ঘাসের টুকরা। লুকা মদরিচ রোমাঞ্চিত নিজের নামের মাঠে অনুশীলন করতে পেরে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার দুনিয়ার তারকাদের নানা মুহূর্তের ছবি।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
মধ্যপ্রদেশের মহেশ্বরে ঘুরতে গেছেন শচীন টেন্ডুলকার। সেখানকারই কিছু ছবি পোস্ট করেছেন ভারতীয় কিংবদন্তি
হ্যারি ব্রুকের হাতে লর্ডস টার্ফের টুকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময়
হাত থেকে ছুটে গেছে ব্যাট—ম্যাথু ব্রিটজকে কি ব্যাট ক্যাচ ধরবেন? আজ লর্ডসে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে
লুকা মদরিচের হোমটাউনের ক্লাব দিনামো জাগরেব তাদের অনুশীলন মাঠের নাম রেখেছে এই কিংবদন্তি ফুটবলারের নামে। ক্রোয়েশিয়া জাতীয় দলের অনুশীলনে সেখানে গিয়ে ছবি তুলেছেন ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী তারকা
কোথায় ঘুরতে গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় মাসুরা পারভিন?
সিলেটে তাঁর নেতৃত্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জেতার পরদিনই লিটন পোস্ট করেছেন স্ত্রী দেবশ্রী সঞ্চিতাকে নিয়ে চা–বাগানে ঘোরাঘুরির দুটি ছবি
ছবির ক্যাপশনে লিটন লিখেছেন, ‘সিলেটের পথে ঘুরে বেড়াচ্ছি, ধরে আছি সে হাত, যা কখনো ছাড়তে চাই না’