
ভারতের ইনিংসে ৪১তম ওভার। স্কট বোল্যান্ডের করা ওভারটির পঞ্চম বলে কাট শটে চার মারলেন যশস্বী জয়সোয়াল। ভারতের রান স্পর্শ করল দেড় শ রানের ঘর, বিরাট কোহলির সঙ্গে জয়সোয়ালের জুটিও গড়াল এক শ রানে। উইকেটে থিতু হয়ে যাওয়া কোহলি ব্যাট করছেন স্বচ্ছন্দে, সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জয়সোয়ালের ব্যাটেও আত্মবিশ্বাসের ছাপ। দুজনের দুর্দান্ত জুটি কত বড় হয়, সেটিই দেখার অপেক্ষায় ভারতীয় দর্শক।
কিন্তু আচমকাই যেন ভূকম্পনে ভেঙে পড়ল সব। অনসাইডে শট খেলে আগপিছ চিন্তা না করে পাগলাটে এক দৌড় দিলেন জয়সোয়াল। অফ স্টাম্পের বাইরের ‘নিরীহ’ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিলেন কোহলি। মাত্র ৮ বলের মধ্যে দুজনই আউট!
মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষ বিকেলে জয়সোয়াল–কোহলির এই ‘আত্মহত্যা’তেই এলোমেলো ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৪৭৪ রানে অলআউট করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৪ রানে। এখনো পিছিয়ে ৩১০ রানে।
দিনের শেষ আধা ঘণ্টায় খেলার মোড় ঘুরে যাওয়ার মূলে জয়সোয়ালের রানআউট। বোল্যান্ডকে চার মেরে জুটির শতরান পূর্তির পরের বলেই ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে চেয়েছেন এই ওপেনার।
অফ স্টাম্পের বল অনসাইডে খেলে ননস্ট্রাইকের দিকে দৌড় দেন জয়সোয়াল। অপর প্রান্তে থাকা কোহলি বলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই জয়সোয়াল পিচের অর্ধেক পেরিয়ে যান। বল সোজাসুজি যাঁর কাছে গেছে, সেই প্যাট কামিন্স সুযোগ নিতে দেরি করেননি। সরাসরি থ্রোতে স্ট্রাইক এন্ডের স্টাম্প ভাঙতে পারেননি, তবে উইকেটকিপার অ্যালেক্স ক্যারি বল হাতে নিয়ে রানআউট করার সময় পেয়েছেন যথেষ্টই।
জয়সোয়ালের ১১ চার আর ১ ছক্কায় খেলা ১১৮ বলে ৮২ রানের ইনিংসটি থামল অস্ট্রেলিয়ানদের হঠাৎ পাওয়া সাফল্যের উল্লাস আর বাকিদের হতবাক করে দিয়ে।
জয়সোয়ালের বিদঘুটে রানআউটের ধাক্কায় কিছুক্ষণ পর কোহলিও ফিরলেন। বোল্যান্ডের পরের ওভারের প্রথম ডেলিভারিটি ছিল ষষ্ট স্টাম্পে। কোহলি বল না ছেড়ে খেলতে গেলেন, ব্যাট হয়ে বল গেল উইকেটকিপারের হাতে (৮৬ বলে ৩৬)।
জয়সোয়াল আউট হওয়ার পর স্বীকৃত ব্যাটসম্যান না নামিয়ে নাইটওয়াচম্যান হিসেবে আকাশ দীপকে পাঠিয়েছিল ভারত। কিন্তু কোহলির আউটের পর আকাশও ক্যাচ তুলেছেন বোল্যান্ডের বলে। শেষপর্যন্ত বাধ্য হয়েই রবীন্দ্র জাদেজাকে নামিয়েছে ভারত, দিনের শেষ বলে যিনি মিচেল স্টার্কের বলে চার মেরেছেন।
২ উইকেটে ১৫৩ থেকে ৫ উইকেটে ১৬৪—দিনের শেষ ৩১ বলের মধ্যেই ১১ রানে ৩ উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল।
এর আগে ভারতের ব্যাটসম্যানদের সামনে ৪৭৪ রানের বড় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সকালে আগের দিনের ৬ উইকেটে ৩১১ রান নিয়ে ব্যাট করতে নেমে বাকি চার উইকেটে আরও ১৬৩ রান যোগ করে স্বাগতিকেরা। এর মধ্যে ৬৮ রানে অপরাজিত থাকা স্মিথ যোগ করেন ৭২ রান, করেন টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরি।
ডানহাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম।
ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ডও। এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের—৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১; বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)। ভারত প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৬৪/৫ (জয়সোয়াল ৮২, কোহলি ৩৬, রাহুল ২৪; বোল্যান্ড ২/২৪, কামিন্স ২/৫৭)। ভারত এখনো ৩১০ রানে পিছিয়ে।