অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না মার্শের

ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আগেই। চ্যাম্পিয়নস ট্রফিও জিততে পারলে আইসিসি আয়োজিত সীমিত ওভারের তিনটি বৈশ্বিক টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় কীর্তি গড়তে পারতেন। কিন্তু এ বছর সেটা হচ্ছে না।

পিঠের চোটের কারণে যে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন মিচেল মার্শ। আজ সকালে ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদটি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার ছেলেদের চিকিৎসা বিভাগ চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে। পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা মার্শের (শারীরিক অবস্থার) যথেষ্ট উন্নতি হয়নি। সম্প্রতি তাঁর পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যাওয়ায় নির্বাচক প্যানেলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তাঁর পুনর্বাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। মার্শের জায়গায় দলে কাকে নেওয়া হবে, যথাসময়ে বৈঠক শেষে সেই সিদ্ধান্ত জানাবে নির্বাচক প্যানেল।’

বাবা জিওফ মার্শের সঙ্গে মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মিচেল মার্শ

ফক্স স্পোর্টস ও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এ বছর আইপিএলে মার্শের খেলা নিয়ে সংশয় আছে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে তাঁকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

বেশ কিছু দিন ধরে পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ। তাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে বোর্ডার–গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দল থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেন গত ৭ জানুয়ারি পার্থ স্করচার্সের হয়ে বিগ ব্যাশ লিগে।

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে শারীরিক ও মানসিকভাবে চাঙা হতে এরপর মার্শকে বিশ্রামে পাঠানো হয়। ১৩ জানুয়ারি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলেও তাঁকে রাখা হয়। কিন্তু সম্প্রতি মার্শের পুরোনো চোটটা নতুন করে ফিরে আসে। পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে গিয়ে একপর্যায়ে অসাড় হয়ে যায়।

সম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলে চোট যেন জেঁকে বসেছে। অধিনায়ক প্যাট কামিন্স ভুগছেন অ্যাঙ্কেলের চোটে, পেসার জশ হ্যাজলউড সবে পায়ের মাংসপেশির চোট থেকে সেরে উঠেছেন, অলরাউন্ডার মার্কাস স্টয়নিস পড়েছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগেই সবাই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।

পিঠের চোটে ভুগছেন মিচেল মার্শ

ক্রিকইনফো বলছে, মার্শের জায়গায় অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢুকতে পারেন টপ অর্ডার ব্যাটসম্যান জেইক ফ্রেজার–ম্যাগার্ক। যদিও লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাগার্কের সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক নয়। তবে বিগ ব্যাশ লিগে নিজের সর্বশেষ ম্যাচে ৪৬ বলে ৯৫ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন।

জর্জ বেইলির নেতৃ্বাধীন অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল শেষ পর্যন্ত ম্যাগার্ককে না নিয়ে অন্য কাউকে বিবেচনা করলেও দলে টপ অর্ডার ব্যাটসম্যানের সংকট হবে না। মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, জশ ইংলিসরা ব্যাটিং অর্ডারের এক ধাপ করে ওপরে উঠে এলে মিডল অর্ডারে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন অ্যালেক্স ক্যারি।

মিচেল মার্শের জায়গায় জেইক ফ্রেজার–ম্যাগার্ককে অস্ট্রেলিয়া দলে নেওয়া হতে পারে

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে কলম্বোয় ১২ ও ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে প্যাট কামিন্সের দল।