ফটো ফিচার

ধোনির জন্মদিন কেক কেটে উদ্‌যাপন পন্তের

এমবাপ্পের হাসিমুখ। পোকার খেলায় মগ্ন সের্হিও আগুয়েরো। আর ধোনির জন্মদিনে তাঁকে ছাড়াই কেক কেটে উদ্‌যাপন করলেন ঋষভ পন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
অটোগ্রাফ ও ফটোগ্রাফ শিকারিদের ভিড়ের মধ্যে পড়েও এমবাপ্পের মুখে একচিলতে হাসি
ছুটির সময়টাতেও ঘাম ঝরিয়ে পরের মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন
হৃদরোগের কারণে ফুটবল ছেড়েছেন। তবে খেলাধুলা থেকে যেন দূরে থাকতে পারছেন না সাবেক আর্জেন্টাইন তারকা সের্হিও আগুয়েরো। এবার তাঁকে দেখা গেল বিশ্ব পোকার সিরিজের আয়োজনে
এই ছবিতে স্ত্রী দেভিষা শেঠিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার লাইফলাইন। তোমাকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতে পারি না।’
ব্যাটের স্পন্সর বদলেছেন ইমাম–উল–হক। এই ছবিতে সেই ঘোষণাই দিয়েছেন পাকিস্তানি ওপেনার
ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার হেলিকপ্টার শটের মতোই সব সময় উড়তে থাক।’
ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে মহেন্দ্র সিং ধোনির অবস্থান কতটা উঁচুতে সেটাই যেন ধরা পড়ছে ঋষভ পন্তের এই ছবিতে। ধোনিকে ছাড়াই কেক কেটে তাঁর জন্মদিন উদ্‌যাপন করেছেন পন্ত