গেইল বললেন, ‘নট ইন সার্ভিস’

আয়েশি ক্রিস গেইল। রিও ফার্ডিনান্ডের সঙ্গে আরিনা সাবালেঙ্কা। অবকাশে দারউইন নুনিয়েজ আর ২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে নোভাক জোকোভিচ। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
উইম্বলডনে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে নামবেন নোভাক জোকোভিচ। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে ভালোই ঘাম ঝরিয়েছেন সার্বিয়ান মহাতারকা
স্ত্রী-সন্তানদের সঙ্গে লন্ডনে সময়টা ভালোই কাটছে পাকিস্তানি ক্রিকেটার হাসান আলীর
এই ছবি পোস্ট করে ঋষভ পন্ত ক্যাপশনে লিখেছেন, ‘দ্য মোমেন্টস, দ্য মেমোরিস অ্যান্ড দ্য লাভ’
প্রিয়জন সঙ্গে থাকলে আর কী চাই! এই ছবির ক্যাপশনে লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার দারউইন নুনিয়েজ তেমনটাই লিখেছেন, ‘আমার এর বেশি আর কিছু চাই না।’
আগামীকাল শুরু হতে যাচ্ছে উইম্বলডন। প্রস্তুতির ফাঁকেই শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাকে দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ডের সঙ্গে। ইউনাইটেডের জার্সি হাতে নিয়ে ছবিও তুলেছেন সাবালেঙ্কা
‘এখানে প্রতিটি মুহূর্তই সুন্দর’—ছবির সঙ্গে এই ক্যাপশনটা জুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান
আয়েশি ভঙ্গিতে শুয়ে থাকার এই ছবি পোস্ট করে ক্রিস গেইল লিখেছেন, ‘নট ইন সার্ভিস’