অ্যারন রজার্সের সঙ্গে কেভিন ডি ব্রুইনা
অ্যারন রজার্সের সঙ্গে কেভিন ডি ব্রুইনা

ফটো ফিচার

কিংবদন্তি সিটিভক্তের সঙ্গে ডি ব্রুইনা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ইতালিতে ছুটি কাটাচ্ছেন ফাফ ডু প্লেসি। পসিতানো নামের এ জায়গার প্রেমেই পড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক
মাঝে বেশ ঝড়ঝাপ্টাই গেছে টিম পেইনের ওপর দিয়ে, একরকম নিভৃত বাসই করেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক। ইদানীং অবশ্য প্রকাশ্যে আসছেন নিয়মিতই। বন্ধুর বিয়েতে গিয়েছিলেন, সেখানেই দেখা ট্রাভিস হেডের সঙ্গে। এ ছবিটি পোস্ট করেছেন পেইনের স্ত্রী বনি
নিজেকে ‘রিচার্জ’ করছেন হামেস রদ্রিগেজ
‘আজকের পর আমাদের মধ্যে ২৭টি রেস জয় হলো’, ম্যাকলারেনের ব্রিটিশ ড্রাইভার লান্দো নরিস ক্যাপশনে লিখেছেন এমন। ছবিতে দুজনের হাসি থেকে কি নরিসের মজাটা ধরতে পারছেন? ফ্রান্সে গতকাল ক্যারিয়ারে ২৭তম গ্রাঁ প্রি জিতেছেন রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন, আর নরিস রেস শেষ করেছেন সাতে থেকে। নরিসের পোস্টে ভারস্টাপেন আবার কমেন্ট করেছেন, ‘আমার কাছ থেকে তুমি জয় ছিনিয়ে নেওয়া শুরু করার আগেই সংখ্যা বাড়াতে হবে আরও!’
নিজের কুকুর মাইলোর সঙ্গে বেশ কিছুদিন পর দেখা হলো মারনাস লাবুশেনের
পল পগবার ‘সাদাকালো স্টাইল’
পিৎজা হাতে শাকিল ও’নিল, পাশে স্কুল বাস। এমন ছবির অর্থ কী? পাপা জন নামের পিৎজার কোম্পানির সদস্যদের স্কুলে ফিরতে উদ্বুদ্ধ করতে তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাস্কেটবল কিংবদন্তি
‘‘নিজেকে মুক্ত করো, নতুন করে সাজাও, পূর্ণ জীবনীশক্তি ফিরে পাও’। লেখক ভেক্স কিংয়ের এ উদ্ধৃতি নিজের ক্যাপশনে ব্যবহার করেছেন স্টুয়ার্ট ব্রড
সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলেন প্যাট কামিন্স। উপভোগ করেছেন, সেটি স্পষ্ট ছবিতেই
বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যানচেস্টার সিটি প্রীতি ম্যাচ খেলেছে আমেরিকান ফুটবলের দল গ্রিন বে প্যাকার্সের ঘরের মাঠে। সেখানেই এনএফএল কিংবদন্তি অ্যারন রজার্সের সঙ্গে দেখা হয়ে গেছে কেভিন ডি ব্রুইনার। এনএফএলের চারবারের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) রজার্স এমনিতে ম্যানচেস্টার সিটির ভক্ত। ব্রুইনাকে প্যাকার্সের জার্সি উপহার দিয়েছেন, যেখানে লেখা, ‘কেভিন, তোমার খেলা দেখতে ভালো লাগে। তুমি একজন কিংবদন্তি’। আর রজার্সকে নিজের ক্লাবের জার্সি উপহার দিয়ে ডি ব্রুইনা লিখেছেন, ‘কিংবদন্তি অ্যারন রজার্সকে… শুভকামনা।’