ফটোফিচার

আফিফকে জন্মদিনের শুভেচ্ছা, জয়ার সেলফিতে কৃষ্ণা-সানজিদা

আজ বাংলাদেশের ক্রিকেটার আফিফ হোসেনের জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা। অন্যদিকে রজার ফেদেরার কাল লন্ডনের ওটু অ্যারেনায় খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার আগে লেভার কাপের সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলেছেন লন্ডন ব্রিজের পাশে দাঁড়িয়ে।
মেকআপ আর চুলের স্টাইল করে দিয়েছেন রুচি শর্মা। পোশাকটি জারার। ছবিটি দিয়ে এ দুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তিনি অবশ্য প্রশ্ন রাখেননি—কেমন দেখতে লাগছে তাঁকে!
বেদা কৃষ্ণমূর্তি ভারতের নারী ক্রিকেটার। এ মাসেরই শুরুর দিকে ঘোষণা দেন, তাঁর জীবনসঙ্গীও একজন ক্রিকেটার—অর্জুন হয়সালা। আগেই দেওয়া কৃষ্ণমূর্তি এবার শুরু করে দিয়েছেন জীবনের দ্বিতীয় ইনিংস। যাঁরা পাশে ছিলেন এবং নানাভাবে সাহায্য করেছেন; সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণমূর্তি
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সঙ্গে আছেন লিটন দাসও। চোট কাটিয়ে অনেক দিন পর দলে আসা লিটন সবার কাছে দোয়া চেয়েছেন
রানিং মেশিনে দৌড়াচ্ছেন জিনেদিন জিদান। ছবিটি দিয়ে কিছু লেখেননি। কে জানে নতুন কোনো মিশনের জন্য নিজেকে তৈরি করছেন কি না রিয়াল মাদ্রিদের সাবেক কোচ!
আফিফ হোসেনের আজ জন্মদিন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানরা প্রিয় সতীর্থের সঙ্গে তোলা ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে
দ্য লাস্ট, সেলফি! এ ছবির শিরোনাম এটা দিলে কেউ হয়তো আপত্তি করবে না। আগামীকাল ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন রজার ফেদেরার, লন্ডনের ওটু অ্যারেনায় লেভার কাপে। তার আগে আজ লেভার কাপের সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলেছেন লন্ডন ব্রিজের পাশে দাঁড়িয়ে
সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলারদের সঙ্গে একটি সেলফি না তুললে কি চলে! দলের দুই খেলোয়াড় কৃষ্ণা ও সানজিদার সঙ্গে বিনোদনজগতের তারকা জয়া আহসানের সেলফি