Thank you for trying Sticky AMP!!

'আটকাতে চাইলে ইচ্ছা দেখাও'

কোথায় যাবেন অবা? ছবি: টুইটার

পিয়েরে-এমেরিক অবামেয়াং বর্তমানে আর্সেনালের সেরা খেলোয়াড়, একে অত্যুক্তি বলা যাবে না কোনোভাবেই। এ মৌসুমে ২৬ ম্যাচে ১৭ গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। আর্সেনালকে এখনো চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন দেখানোর পথে বলতে গেলে একাই রেখেছেন এই ফরোয়ার্ড। এমন দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ডকে পেতে চাইবে অনেকেই। সে কারণেই হয়তো আর্সেনালকে হুঁশিয়ার করে দিয়েছেন অবামেয়াং। বলে দিয়েছেন, আমাকে ধরে রাখতে চাইলে এখনই ব্যবস্থা নাও।

আগামী জুনেই চুক্তি শেষ হচ্ছে অবামেয়াংয়ের। সাম্প্রতিক সময়ে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর্সেনাল ছেড়ে গেছেন অ্যারন রামসের মতো খেলোয়াড়। অবামেয়াংয়ের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে। কারণ, আসছে জানুয়ারিতেই অন্য যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারবেন এই গ্যাবনিজ। বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবের নজর তাই তাঁর ওপর পড়েছে।

৩০ বছর বয়সী ফরোয়ার্ড অবশ্য এ অবস্থার জন্য সরাসরি ক্লাবকেই দায়ী করলেন, 'আমাকে এখনো কোনো (চুক্তি নবায়নের) প্রস্তাব দেওয়া হয়নি। যদিও ক্লাবের সঙ্গে কয়েক মাস ধরেই আলোচনা চলছে।' টিএফওয়ানের টেলিফুট অনুষ্ঠানে 'অবা' আরও বলেছেন, 'বোর্ডও ভালোমতো জানে এখন পর্যন্ত কিছুই হয়নি। ওদের হাতেই সব কিছু। নিজেদের কাজটা করুক তারা, তারপর দেখি কী হয়।'

২০১৮ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে আর্সেনালে এসেছেন অবামেয়াং। এক সময় রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রতি আগ্রহের কথা জানালেও এখন সুযোগ এসেছে বার্সেলোনায় যোগ দেওয়ার। ক্যারিয়ারে সর্বশেষ বড় দলবদলের এটাই শেষ সুযোগ তাঁর। তাই আর্সেনালকে একটু নড়েচড়ে বসতে বলছেন, 'আমার ক্যারিয়ারের খুবই গুরুত্বপূর্ণ সময় এটা। আর সবার সামনেই স্বীকার করি, এটা খুবই কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আমার ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে এটা।'