কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল
কোপা আমেরিকার ফাইনালে লড়েছিল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্ব

আর্জেন্টিনাসহ তিন ম্যাচ, দল ঘোষণা ব্রাজিলের

কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ খেলবেন নেইমাররা। একে তো ম্যাচ তিনটি খেলতে হবে ৮ দিনের মধ্যে, তার ওপর প্রতিপক্ষও কঠিন। তিন ম্যাচের একটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। মেসিদের বিপক্ষে ম্যাচটির আগে-পরে খেলতে হবে চিলি আর পেরুর বিপক্ষেও।

সে চ্যালেঞ্জের জন্য আজ দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ২৫ জনের দলে আছেন নেইমার, জেসুস, কাসেমিরো, আলিসন, ফাবিনিও, ফিরমিনোদের মতো চেনা মুখগুলোর প্রায় সবাই-ই। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ডাকেননি তিতে। তবে ৩৮ বছর বয়সে কদিন আগে ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো দলের নেতৃত্ব দেওয়া দানি আলভেসকেও ডেকেছেন তিতে!

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বলতে গেলে উড়ছে! এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে, ৬টিতেই জয়!

কোপা আমেরিকা ফাইনালের পর মেসি-নেইমারের আড্ডার ছবিগুলো সবার মন ছুঁয়ে যায়

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যে নেইমাররাই, তা তো আর বলে দিতে হয় না! তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা, ৬ ম্যাচে ৩ জয় ৩ ড্রয়ে ১২ পয়েন্ট তাদের।

তবে এই ছয় ম্যাচে এখনো একে অন্যের মুখোমুখি হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা। যে অপেক্ষা ঘুচতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, ব্রাজিলের মাঠে। অবশ্য কদিন আগেই নিজেদের ফুটবলতীর্থ মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল।

কোপা আমেরিকার সেই ফাইনালটা ব্রাজিলের জন্য, বিশেষ করে নেইমারের জন্য একরাশ হতাশা উপহার দিয়ে গেছে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আর্জেন্টিনা, লিওনেল মেসিও পেয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শিরোপা। ব্রাজিলের জার্সিতে এক কনফেডারেশন কাপের বাইরে নেইমারের বড় কোনো শিরোপা জেতার অপেক্ষা এখনো ফুরাল না।

আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল–আর্জেন্টিনা

ওই ম্যাচের পর বন্ধু মেসিকে অভিবাদন জানিয়ে নেইমারের আলিঙ্গন, ড্রেসিংরুমের সামনে মেসি-নেইমারের আড্ডার ছবিগুলো মন ছুঁয়ে গেছে। মাঝের কদিনে ক্লাব ফুটবলে ভূমিকম্প ঘটিয়ে বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতেই গেছেন মেসি। এখন আবার আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হবেন দুজন।

আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচের আগে ২ সেপ্টেম্বর চিলির মাঠে খেলবে ব্রাজিল, ৯ সেপ্টেম্বর নিজেদের মাঠে খেলবে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনার এবারের চ্যালেঞ্জটা অবশ্য তুলনামূলক সহজই। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ২ সেপ্টেম্বর মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ম্যাচ ভেনেজুয়েলাতে। ৯ সেপ্টেম্বর আর্জেন্টিনা নিজেদের মাঠে আতিথ্য দেবে বলিভিয়াকে।

আর্জেন্টিনা এখনো দল ঘোষণা করেনি, তবে ব্রাজিল কোচ তিতে আগেভাগেই দল ঘোষণা করে দিলেন।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বলতে গেলে উড়ছে! এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে, ৬টিতেই জয়! ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নেইমাররাই! তালিকার ২ নম্বরে আর্জেন্টিনা, ৬ ম্যাচে ৩ জয় ৩ ড্রয়ে ১২ পয়েন্ট তাদের।

তিন গোলকিপার, ৮ ডিফেন্ডার, ৬ মিডফিল্ডার, ৮ ফরোয়ার্ডের দলটাতে তিতের আগের দলগুলোর বেশির ভাগ খেলোয়াড়ই আছেন, সঙ্গে যোগ হয়েছে টোকিও অলিম্পিকে আলো ছড়ানো ক্লদিনিও, মাতেউস কুনিয়ারা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেডে মার্সেলো বিয়েলসার অধীনে গত মৌসুমে আলো ছড়ানো উইঙ্গার রাফিনিয়াকেও ডেকেছেন তিতে।

বাছাইপর্বে সেপ্টেম্বরের তিন ম্যাচের ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

ফরোয়ার্ড: এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি)।