Thank you for trying Sticky AMP!!

একনজরে কে কবে জিতেছিল বিশ্বকাপ

বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকায় নাম আবার নাম লেখাল ফ্রান্স। সেই উল্লাসের নীল ঢেউ ছবি: রয়টার্স

বিশ্বকাপ জিতেছেই মাত্র আটটি দেশ। এর মধ্যে এত দিন মাত্র ৫টি দেশ একাধিকবার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছিল। আজ নিজেদের সেই অভিজাত তালিকায় নিয়ে গেল ফ্রান্সও। ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার), উরুগুয়ের (২ বার) পর এবার ফ্রান্সও দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল। ১৯৯৮ সালে প্রথম শিরোপার পর জিতল আরও একটি বিশ্বকাপ ট্রফি। গত ২০ বছরে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনালে ওঠা দলও ফ্রান্স (তিনবার)।

স্বাগতিক

জয়ী

ফলাফল

২০১৮ রাশিয়া

ফ্রান্স

ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া

২০১৪ ব্রাজিল

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

২০১০ দক্ষিণ আফ্রিকা

স্পেন

স্পেন ১-০ হল্যান্ড

২০০৬ জার্মানি

ইতালি

১-১, টাইব্রেকারে ইতালি ৫-৩ ফ্রান্স

২০০২ জাপান/দ. কোরিয়া

ব্রাজিল

ব্রাজিল ২-০ জার্মানি

১৯৯৮ ফ্রান্স

ফ্রান্স

ফ্রান্স ৩-০ ব্রাজিল

১৯৯৪ যুক্তরাষ্ট্র

ব্রাজিল

০-০, টাইব্রেকারে ব্রাজিল ৩-২ ইতালি

১৯৯০ ইতালি

জার্মানি

জার্মানি ১-০ আর্জেন্টিনা

১৯৮৬ মেক্সিকো

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-২ জার্মানি

১৯৮২ স্পেন

ইতালি

ইতালি ৩-১ জার্মানি

১৯৭৮ আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৩-১ হল্যান্ড

১৯৭৪ জার্মানি

জার্মানি

জার্মানি ২-১ হল্যান্ড

১৯৭০ মেক্সিকো

ব্রাজিল

ব্রাজিল ৪-১ ইতালি

১৯৬৬ ইংল্যান্ড

ইংল্যান্ড

ইংল্যান্ড ৪-২ জার্মানি

১৯৬২ চিলি

ব্রাজিল

ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া

১৯৫৮ সুইডেন

ব্রাজিল

ব্রাজিল ৫-২ সুইডেন

১৯৫৪ সুইজারল্যান্ড

জার্মানি

জার্মানি ৩-২ হাঙ্গেরি

১৯৫০ ব্রাজিল

উরুগুয়ে

উরুগুয়ে ২-১ ব্রাজিল

১৯৪৬

হয়নি

 

১৯৪২

হয়নি

 

১৯৩৮ ফ্রান্স

ইতালি

ইতালি ৪-২ হাঙ্গেরি

১৯৩৪ ইতালি

ইতালি

ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া

১৯৩০ উরুগুয়ে

উরুগুয়ে

উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা