Thank you for trying Sticky AMP!!

বাফুফে ভবনের টার্ফে চলছে নারী ফুটবলারদের অনুশীলন

করোনাকালে নারী ফুটবলারদের অনুশীলন

নতুন করে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরই সব রকমের ঘরোয়া ফুটবল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বন্ধ হয়ে গেছে মেয়েদের ফুটবল লিগও। ক্লাবগুলোর ক্যাম্পও বন্ধ। বিভিন্ন ক্লাবে খেলা জাতীয় দলের মেয়েরা এসে উঠেছে ফুটবল ভবনে। সেখানেই বাফুফের কৃত্রিম টার্ফে চলছে জাতীয় ও বয়সভিত্তিক দলের মেয়েদের ফুটবল অনুশীলন। ছবির গল্পে দেখে নিন সেই সব মুহূর্ত
হাতে স্টপওয়াচ। মেয়েদের অনুশীলনের প্রস্তুতি শুরু করছেন জাতীয় দলের কোচ গোলাম রব্বানী।
বল নিয়ে চলছে সাজেদার কারিকুরি। বাফুফের কৃত্রিম টার্ফে।
বাফুফের কৃত্রিম টার্ফে চলছে সাবিনা, তহুরা, শামসুন্নাহারদের হালকা স্ট্রেচিং।
গোলকিপাররাও থেমে নেই। চলছে তাদেরও অনুশীলন।
আগামী জুলাইয়ে কক্সবাজারে হবে মেয়েদের সাফ অনূর্ধ্ব—১৯ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট সামনে রেখেই চলছে মেয়েদের অনুশীলন।
দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলছেন নারী খেলোয়াড়েরা।