তিন জাতি টুর্নামেন্ট খেলতে শনিবার কিরগিজস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে করোনা পরীক্ষা বা কোয়ারেন্টিনের কোনো শর্ত নেই। তাই ভ্রমণ ক্লান্তি দূর করে আজই অনুশীলনে নেমে পড়েছেন জামাল ভূঁইয়ারা। প্রথম দিন রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ডে অনুশীলন করেছেন তাঁরা।
দেশের বাইরে খেলতে যাওয়া মানেই সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার থাকে। বিশকেকের আবহাওয়া বাংলাদেশের মতো হওয়ায় দলে স্বস্তি। প্রথম দিনের অনুশীলন শেষে দলের ফিটনেস ট্রেনার ইভান রাজলভ বলেন, ‘এখানকার আবহাওয়া বাংলাদেশের মতোই। ছেলেরা ভালোভাবেই মানিয়ে নিয়েছে। যেটা ভালো দিক। কাল সকাল-বিকেল দুই বেলা অনুশীলন হবে। আগামী দুদিন এই রুটিনেই অনুশীলন চলবে।’
ফুটবলাররা সবাই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা তো এএফসি কাপের মতো বড় আসরেই খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। তাঁদের ফিটনেস নিয়ে রাজলভের স্বস্তি, ‘ছেলেদের ফিটনেস বেশ ভালো অবস্থানে আছে। এটা দলের জন্য ভালো হয়েছে।’ দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি দুই প্রবাসী রাহবার আহমেদ খান ও তাহমিদ ইসলাম। আজ মাঝরাতে তাঁদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
এর আগে জাতীয় দলে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হলেও এবার মূল জাতীয় দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জমান। তাঁদের জন্য জাতীয় দলে প্রথম অনুশীলনটি ছিল বিশেষ। ভিডিও বার্তায় মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান বলেন, ‘আমি চাইব একাদশে সুযোগ করে নেওয়ার। কোচ জেমি ডের আস্থা অর্জন করতে।’
দলের অন্যতম কনিষ্ঠ বারিধারার গোলরক্ষক মিতুল। ১৭ বছর বয়সী এই গোলরক্ষকের উচ্ছ্বাসটাও বেশি। তবে মিতুলের চোখ অনেক দূরে, ‘জেমি ডের অধীনে প্রথম জাতীয় দলে সুযোগ পেয়ে আমি অনেক খুশি। চেষ্টা করব এই ধারাটা ধরে রাখতে।’
৫ সেপ্টেম্বর ফিলিস্তিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৭ সেপ্টেম্বর স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে। এর বাইরে আগামী ৯ সেপ্টেম্বর কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।