অবশেষে স্বস্তির জয় ধরা দিয়েছে মেসিদের হাতে। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে এসে আর্জেন্টিনা জয়ের দেখা পেয়েছে রক্ষণাত্মক মিডফিল্ডার গিদো রদ্রিগেজের কল্যাণে। যদিও গোলটা বানিয়ে দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসিই। উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে আলবিসেলেস্তেদের মনে সাহস জোগাবে।ছবিতে ছবিতে আর্জেন্টিনার জয়ের গল্প