অপেক্ষার অবসান হয়েছে গত রাতেই। লিওনেল মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অরের শিরোপা। রবার্ট লেফানডভস্কিকে পেছনে ফেলে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটা আবারও নিজের করে নিয়েছেন মেসি। প্যারিসের থিয়েখ দু শাতেলেতে গত রাতে বসেছিল তারার মেলা। সেই তারার মেলাতেই সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বললেন মেসি।