নিজের সপ্তম ব্যালন ডি’অর হাতে মেসি।
নিজের সপ্তম ব্যালন ডি’অর হাতে মেসি।

ছবিতে ছবিতে মেসির ব্যালন ডি’অর জয়

অপেক্ষার অবসান হয়েছে গত রাতেই। লিওনেল মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অরের শিরোপা। রবার্ট লেফানডভস্কিকে পেছনে ফেলে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটা আবারও নিজের করে নিয়েছেন মেসি। প্যারিসের থিয়েখ দু শাতেলেতে গত রাতে বসেছিল তারার মেলা। সেই তারার মেলাতেই সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বললেন মেসি।
স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, তিন সন্তান থিয়াগো, মাতেও আর চিরোকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন লিওনেল মেসি।
স্ত্রী আনা লেভানডফস্কাকে নিয়ে এসেছিলেন রবার্ট লেফানডভস্কি।
বাবা উইলফ্রিয়েড এমবাপ্পেকে নিয়ে কিলিয়ান এমবাপ্পে।
২০১৭ সালে ফিফার বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছিলেন ডাচ্‌ তারকা লিয়েকে মের্তেন্স। এবার নারীদের ব্যালন ডি’অর জিতেছেন আলেক্সিস পুতেয়াস। দুজনই খেলেন বার্সেলোনায়। দুজনকে দুপাশে রেখে ছবি তুললেন বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা।
স্ত্রী সোফিয়া বালবির সঙ্গে লুইস সুয়ারেজ।
বান্ধবী আলেসিয়া এলেফান্তেকে নিয়ে এসেছিলেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।
স্ত্রী এলিনা গোলার্তের সঙ্গে ড্যানিশ ডিফেন্ডার সিমোন কায়ের।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও এসেছিলেন অনুষ্ঠানে।
পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি।
২০০৬ সালের ব্যালন ডি’অরজয়ী ইতালিয়ান ডিফেন্ডার ফাবিও কানাভারোও এসেছিলেন।
পিএসজির অন্য কর্তাব্যক্তিদের মতো ক্রীড়া পরিচালক লিওনার্দোকেও দেখা গেল।
লেফানডভস্কিকে সমর্থন জানাতে চলে এলেন বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগলসমান।
ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট।
শুধু নাগলসমানই নন, বায়ার্নের সাবেক তারকা অলিভার কানও এলেন লেফানডভস্কিকে সমর্থন দিতে।
‘স্পাইডার ম্যান: অ্যাওয়ে ফ্রম হোম’-সিনেমার মূল তারকা টম হল্যান্ডকেও দেখা গেল এই অনুষ্ঠানে।
শুধু হল্যান্ডই নন, এসেছিলেন ওই সিনেমার আরেক তারকা জেনডায়াও।
ফর্মুলা ওয়ানের দুই ড্রাইভার ফের্নান্দো আলোনসো আর এস্তেবান ওকোন এসেছিলেন ব্যালন ডি’অর নিয়ে।
পাশাপাশিই বসেছিলেন লিওনেল মেসি আর রবার্ট লেফানডভস্কি।
এবারের ব্যালন ডি’অরে নবম হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
সেরা গোলকিপারের ইয়াশিন ট্রফি হাতে ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।
সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি নিয়ে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।
নারীদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার উইঙ্গার আলেক্সিস পুতেয়াস।
এই পুরস্কারের জন্যই এত কিছু!
বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার পেয়েছেন রবার্ট লেফানডভস্কি।
অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সপ্তম ব্যালন ডি’অর পেলেন মেসি।
বিজয়ীর বক্তব্য দিচ্ছেন মেসি।
প্রিয়বন্ধু সুয়ারেজকেও পেলেন আনন্দের মুহূর্তে।
মেসির সাত সাফল্য।