
>টাকার জন্যই স্প্যানিশ সুপার কাপের নতুন সংস্করণ তৈরি করে তা সৌদি আরবে আয়োজন করা হয়েছে, বললেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে
স্প্যানিশ সুপার কাপের নতুন সংস্করণ এবার গড়িয়েছে মাঠে। আগে শুধু লা লিগা ও কোপা ডেল রে জয়ী দুটি দলের মধ্যে ম্যাচ দিয়ে নিষ্পত্তি হতো সুপার কাপ শিরোপার। কিন্তু এবার আরও দুটি দল নিয়ে সেমিফাইনালের মঞ্চও রেখেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবে। শুধু এবার না, সুপার কাপের পরবর্তী তিন সংস্করণও গড়াবে আরব দেশটিতে। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে নতুন সংস্করণ ও ভেন্যু নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারেননি। তাঁর ভাষায়, টাকার জন্যই সুপার কাপে নতুন এ সংস্করণ চালু করা হয়েছে।
গতকাল সুপার কাপের প্রথম সেমিফাইনালে কোপা দেল রে জয়ী ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় রাতে বার্সার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। অথচ আগের ফরম্যাটে মাদ্রিদের দুই ক্লাবই সুপার কাপের অংশ হতে পারত না। কাল সংবাদ সম্মেলনে ভালভার্দে এ ব্যাপারে তাঁর মত জানিয়ে দিয়েছেন, ‘মূল কথা হলো ফুটবল ব্যবসায় পরিণত হয়েছে। আর ব্যবসা করলে তো আয় করতেই হবে। এ কারণেই আমরা এখানে (সৌদি আরব)। আমরা যে সংস্করণে মানিয়ে নিয়েছিলাম তার চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। এটা ছিল মৌসুমের প্রথম শিরোপা। আমার কাছে তা ভালোই ছিল। পাল্টানোর পর দেখা যাক কী ঘটে। চারটা দল নিয়ে খেলা ভালোই তবে ক্রীড়াসুলভ দৃষ্টিকোণ থেকে কতটা ভালো তা আমি জানি না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফুটবলে আমরা আছি তা শিল্প, আয়ের উৎস খুঁজতে হয় ; এ দেশের সঙ্গে তার বিশেষ সম্পর্ক আছে, ঠিক যেভাবে গত বছর (২০১৮) আমরা মরক্কোতেও খেলেছি।’
সুপার কোপা আগে ছিল দুই লেগের ম্যাচ। সেটি গড়াত মৌসুমের শুরুতে। এবার তা ঘটেনি। মৌসুম এখন মাঝপথে। গত মৌসুমেও ধরন বদলেছিল। মরক্কোর তাঞ্জিয়ারে এক লেগের খেলায় বার্সেলোনার মুখোমুখি হয়েছিল সেভিয়া। এবার লা লিগা ও কোপা ডেল রের দ্বিতীয় সেরা দলকেও এ টুর্নামেন্টে সংযুক্ত করা হয়েছে। লা লিগায় দ্বিতীয় হওয়ায় অ্যাটলেটিকো মাদ্রিদ সুযোগ পেয়েছে। আর লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা কোপা দেল রের ফাইনাল খেলায় সেখান থেকে রিয়াল মাদ্রিদকে বেছে নেওয়া হয়েছে সেমিফাইনাল খেলা দুই দলের মধ্যে বেশি সফল দল হওয়ায়।
স্পেনের বর্তমান কোচ ও সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকে অবশ্য নতুন সুপার কোপায় সন্তুষ্ট। আগের চেয়ে বর্তমান ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকবে বলেই বিশ্বাস তাঁর, ‘আমার পছন্দ হয়েছে এটা। আগে এমন সময়ে হতো যে ওই দুই ম্যাচকে প্রাক মৌসুম প্রস্তুতি বলেই বেশি মনে হতো। এখন এটা অনেক আকর্ষণীয় হবে।’