এমবাপ্পেকে নিয়ে পিএসজির সংবাদ সম্মেলনে খেলাইফি
এমবাপ্পেকে নিয়ে পিএসজির সংবাদ সম্মেলনে খেলাইফি

প্রসঙ্গ এমবাপ্পে

তেবাসকে খেলাইফির পাটকেল

‘ফুটবলের জন্য অপমান’—কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

রিয়াল মাদ্রিদ ছুটেছে এমবাপ্পের পেছনে। লা লিগার দল এমবাপ্পের মতো তারকা না পাওয়ায় কি ক্ষোভ থেকে কথাটা বলেছিলেন তেবাস? পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির কথায় কিন্তু এমন একটা ইঙ্গিত পাওয়া যায়।

পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এমবাপ্পে। ক্লাবটি তাঁকে সাইনিং বোনাস ও পারিশ্রমিক হিসেবে কত টাকা দেবে, তা কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ইউরোপের সংবাদমাধ্যম তো আর বসে নেই।

শুধু চুক্তি স্বাক্ষরের বোনাস হিসেবে ৩০ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। এর সঙ্গে বার্ষিক বেতন থাকবে ১৫ কোটি ইউরো, সেটাও কর বাদে। তিন বছরের পারিশ্রমিক যোগ করলে অঙ্কটা দাঁড়ায় মোট ৭৫ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৩০ কোটি টাকা)। ইউরোপের সংবাদমাধ্যমের জানানো এসব অঙ্ক চোখ কপালে তুলে দেওয়ার মতো।

পিএসজিতেই থাকছেন এমবাপ্পে

ফরাসি তারকা পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর লা লিগা সভাপতি তেবাস বলেছিলেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০ কোটি ইউরো লোকসান দেওয়ার পর এমবাপ্পের চুক্তি নবায়নে পিএসজি যে বিশাল অঙ্কের বেতন-বোনাস সেধেছে, সেটা ৬০ কোটি ইউরো ছাড়িয়ে যাবে। এটা ফুটবলের জন্য অপমান।’

কথাটা স্বাভাবিকভাবেই পিএসজির কারও ভালো লাগবে না। কাল এমবাপ্পেকে নিয়ে সংবাদ সম্মেলনে তেবাসের সে কথারও উত্তর দিয়েছেন খেলাইফি।

উত্তর না বলে ইটের বদলে পাটকেল মারা বলাই ভালো, ‘তিন-চার বছর আগেও লা লিগা যেমন ছিল, তেমন আর নেই। লা লিগার তুলনায় লিগ “আঁ” বেশি শক্তিশালী হয়ে উঠছে, তেবাস সম্ভবত এ নিয়ে ভয়ে আছেন। আর ফ্রান্সের জন্য এটা দারুণ। বিশ্বের সেরা খেলোয়াড়টিকে আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের সঙ্গে এমবাপ্পে আছে, তাই সত্যি বলতে, আমার অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। তবে আমি সব ক্লাবকেই সম্মান করি। আমাদের ক্লাবকেও সম্মান করা হোক, সেটা চাইব।’

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস

এমবাপ্পে টাকার জন্য রিয়ালে না গিয়ে পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন—ফরাসি তারকাকে নিয়ে এমন সমালোচনাও হচ্ছে। পিএসজি সভাপতি খেলাইফি এমবাপ্পের হয়েই এমন কথার জবাব দিলেন, ‘কিলিয়ান এমবাপ্পের জন্য টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। স্পেনে আরেকটি ক্লাব আছে, যারা আমাদের চেয়ে অনেক বেশি টাকা দিতে পারবে। এমবাপ্পের জন্য আমাদের ক্রীড়া পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’