Thank you for trying Sticky AMP!!

মেসিকে ছাড়িয়ে গেলেন ভারতের ছেত্রী, সামনে রোনালদো

এশিয়ান কাপে গতকাল জোড়া গোল করেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ছবি: ফেসবুক
>ভারতের জার্সিতে ছেত্রীর গোল এখন ৬৭টি। এখনো আন্তর্জাতিক ফুটবল খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। আর্জেন্টাইন মহাতারকা মেসির গোল ৬৫টি। সবার ওপরে কে? গোলের রেকর্ড যাঁর হওয়ার কথা, ৮৫ গোল নিয়ে সবার ওপরে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

এশিয়ান কাপ ফুটবলে থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছে ভারত। ম্যাচে জোড়া গোল করে থাইদের উড়িয়ে দেওয়ার নেতৃত্ব দিয়েছেন দলীয় অধিনায়ক সুনীল ছেত্রী। আর দলকে জয় এনে দেওয়া সে জোড়া গোলে ভারতের অধিনায়ক ছাপিয়ে গিয়েছেন লিওনেল মেসিকেও। 

খেলার মান নিয়ে তুলনার প্রশ্নই আসে না। তবে কীর্তিতে সময়ের ফুটবলের সেরা দুই তারকার একজন মেসিকে ঠিকই পেছনে ফেললেন ভারতীয় স্ট্রাইকার। গতকালের ম্যাচের পর ভারতের জার্সিতে ছেত্রীর গোল হলো ৬৭টি। এখনো আন্তর্জাতিক ফুটবল খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। এখানেই ছেত্রী ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকাকে, মেসির গোল যে ৬৫টি। সবার ওপরে কে? গোলের রেকর্ড আর কার-ই বা হবে! ৮৫ গোল নিয়ে সবার ওপরে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

ছেত্রীর কীর্তির দিনে ইতিহাস গড়েছে ভারতও। থাইল্যান্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে ৪-১ গোলে, ১৯৬৪ সালের পর এশিয়ান কাপে যা ভারতের প্রথম জয়। প্রথমার্ধে ছেত্রীর পেনাল্টিতে ভারত এগিয়ে গেলেও বিরতির আগেই সমতা ফেরান থাইল্যান্ডের তিরাসিল দাংদা। দ্বিতীয়ার্ধে ৩৪ বছর বয়সী ছেত্রীই আবার এগিয়ে দেন ভারতকে, পরে জয়ের ব্যবধান বাড়িয়েছেন অনিরুদ্ধ থাপা ও জেজে লালপেখুয়া।

দিনের অন্য ম্যাচে অঘটনের শিকার এই অঞ্চলের পরাশক্তি অস্ট্রেলিয়া। নিয়মিত বিশ্বকাপ খেলা দলটি ১-০ গোলে হেরে গেছে র‍্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ নিচে থাকা জর্ডানের (১০৯) কাছে।