Thank you for trying Sticky AMP!!

জয়ের আনন্দে লিওনেল মেসি

আমরা ভালো থেকে আরও ভালো হচ্ছি: মেসি

‘লা ফিনালিসিমা’—শিরোপা জয়ের জন্য এক ম্যাচের লড়াই। নিজেদের দিনে একটি ম্যাচ যেকোনো দলই জিততে পারে। তবে কাল রাতে ইতালিকে উড়িয়ে দিয়ে লাতিন আমেরিকা ও ইউরোপ-সেরার লড়াটি যেভাবে আর্জেন্টিনা জিতেছে, সেটা নিয়ে আশার সঞ্চার হয়েছে আর্জেন্টিনা-ভক্তদের মনে।

Also Read: মেসি-লাউতারো-দি মারিয়া ঝলকে শিরোপা আর্জেন্টিনার

লিওনেল মেসি আর তাঁর সতীর্থদের অসাধারণ খেলা আর্জেন্টিনার সমর্থকদের কাতার বিশ্বকাপ নিয়ে আশাবাদী করে তুলেছে। মেসিও তাদের হতাশ করেননি। লা ফিনালিসিমা জয়ের আর্জেন্টিনার অধিনায়ক বলেন, দলটি যেকোনো কিছুর জন্যই প্রস্তুত। সব দলের বিপক্ষে সবকিছু জয়ের জন্য লড়াই করতে পারবে তারা!

Also Read: বল বদলানো নিয়ে অভিযোগ মেসির

মেসি প্রথমে ইতালির বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের সন্তুষ্টির কথা বলেছেন। আর্জেন্টিনা অধিনায়ক ইতালির বিপক্ষে কাল লা ফিনালিসিমায় নিজেদের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘সত্যি হচ্ছে, ফাইনাল ম্যাচটি আমাদের জন্য দারুণ কেটেছে। এখানে আর্জেন্টিনার সমর্থকে ভরা ছিল। আমরা জানতাম, চ্যাম্পিয়ন হলে দারুণ এক পরিবেশ তৈরি হবে।’

অন্যরকম এক আর্জেন্টিনাকেই কাল দেখা গেল ওয়েম্বলিতে

২৮ মিনিটে মেসির অসাধারণ এক ড্রিবলিং শেষে তাঁরই বক্সের মধ্য থেকে দেওয়া এক পাস থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। প্রথমার্ধেরই যোগ করা সময়ে মার্তিনেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আনজেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেসির পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন বদলি হিসেবে নামা পাওলো দিবালা।

দ্বিতীয়ার্ধে শেষ দিকে গিয়ে একটি মাত্র গোল পেলেও এই সময় ইতালির রক্ষণকে বেশ চাপে রেখেছিল আর্জেন্টিনা। দি মারিয়া-দিবালারা গোল মিসের মহড়া না দিলে আর ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা দেয়াল হিসেবে দাঁড়িয়ে না গেলে আর্জেন্টিনার জয়ের ব্যবধানটা হতে পারত আরও বড়।

Also Read: ছবির গল্পে আর্জেন্টিনার ‘ফিনালিসিমা’ জয়ের মুহূর্ত

দলের দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে মেসিরও বাড়তি তৃপ্তি আছে, ‘দ্বিতীয়ার্ধে আমরা অসাধারণ খেলেছি।’ এটা বলতে গিয়েই মেসি সমর্থকদের শুনিয়েছেন আশার বাণী, ‘আমরা ভালো থেকে আরও ভালো হচ্ছি। আমরা আরও উন্নতি করতে পারি। আজ আমরা আরও একবার দেখিয়েছি যে দলটি সবকিছুর জন্যই প্রস্তুত।’

কালকের ম্যাচটি নিয়ে আর্জেন্টিনা টানা ৩২ ম্যাচে অপরাজিত। এটাও মেসির কাছে অসাধারণ এক ব্যাপার, ‘জয়ের ধারায় থাকাটা খুব ভালো ব্যাপার। দলটি ম্যাচ হারে না। এটা ইতিবাচক বিষয়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এ ধারাটা ধরে রাখতে হবে। উন্নতি করে যেতে হবে। আমরা এটাই চাই।’