Thank you for trying Sticky AMP!!

মেসি-রোনালদো যে 'উপকার' করেছেন একে-অপরের

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বাস, লিওনেল মেসির সঙ্গে ‘সুস্থ প্রতিযোগিতা’ তাঁকে খেলোয়াড় হিসেবে আরও উন্নত করেছে। একই কথা তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেও খাটে বলে মনে করেন রোনালদো। দুই তারকাই পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে মেনে নেওয়া হয় মেসি-রোনালদোকে।

গত বছর জুভেন্টাসে যোগ দেওয়ার আগে নয় বছর রিয়াল মাদ্রিদে ছিলেন রোনালদো। সেখানে লা লিগায় দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েছিলেন মেসির সঙ্গে। বার্সেলোনা ফরোয়ার্ড মেসি কিছুদিন আগে জানান, দুজনের প্রতিদ্বন্দ্বীতাই ব্যক্তিগত সাফল্যলাভে একে-অপরকে উৎসাহিত করেছে। এবার ‘ফ্রান্স ফুটবল’কে রোনালদো বললেন, ‘অনেকেই বলে আমরা একে-অপরকে আরও উন্নত করেছি। একসঙ্গে স্পেনে থাকায় আমরা আরও ভালো হয়েছি। এটা অবশ্যই সত্য। তার উপস্থিতিটা আমি ম্যানচেস্টার থেকে মাদ্রিদে বেশি অনুভব করেছি। এটা ছিল সুস্থ প্রতিযোগিতা। আমরা ছিলাম নিজ নিজ ক্লাবের প্রতীক। কিছুদিন আগে সে (মেসি) সম্ভবত বলেছে, প্রতিযোগিতামূলক খেলায় আমাকে মিস করে।’

সেরা হতে রোনালদোর নিবেদনের কমতি নেই। অনুশীলন থেকে মাঠে নিজের পুরোটাই নিংড়ে দিয়ে আসছেন জুভেন্টাস তারকা। তিনি অনেকের চোখেই বিশ্বের সেরা ফুটবলার। তবে বুট তুলে রাখার পর এসব কথা রোনালদোকে আর স্পর্শ করবে না। এমন কথা জানালেন রোনালদো নিজেই, ‘এখন আমার সমন্ধে অনেক কথাই শুনি। কিন্তু যখন এসব শেষ হবে, ক্যারিয়ার থেমে যাবে, তখন কিছু মনে হবে না। কারণ সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকব।’