Thank you for trying Sticky AMP!!

রোনালদোকে আটকাতে তো পুরো দল লাগবে!

রোনালদোই উরুগুয়ের সবচেয়ে বড় হুমকি। ছবিঃ এএফপি
>কাজানে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হবে উরুগুয়ে। এই ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই বেশি ভাবছেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ

গ্রুপ পর্বের তিন ম্যাচে পর্তুগালের গোল পাঁচটি। এর মধ্যে এক হ্যাটট্রিকসহ চার গোলই ক্রিস্টিয়ানো রোনালদোর। বোঝাই যাচ্ছে পর্তুগালের ‘ওয়ান ম্যান আর্মি’ বলতে যা বোঝায়, রোনালদো ঠিক তাই। প্রতিপক্ষ দলে এমন খেলোয়াড় থাকলে তো কোচের তো ঘুম হারাম হবেই। অস্কার তাবারেজের অবস্থা এখন সে রকম হলেও মাথা ঠান্ডা রেখেই নীলনকশা তৈরি করছেন উরুগুয়ের এই কোচ।

উরুগুয়েকে নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে এসেছেন তাবারেজ। বোঝাই যাচ্ছে, তাঁর অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। প্রতিপক্ষ দলকে কোথায় থামাতে হবে, তাঁর চেয়ে ভালো আর কেই–বা জানেন! আর তাই রোনালদোকে আটকানোর অঙ্ক কষতে হচ্ছে তাবারেজকে। আর এই অঙ্ক কষতে গিয়ে তাবারেজকে গোটা একাদশই ব্যবহার করতে হবে। বিশ্বাস হচ্ছে না? তাবারেজের মুখেই শুনুন, ‘আমি বিশ্বাস করি, রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। এরই মধ্যে সে নিজেকে দলের নেতা হিসেবে প্রমাণ করেছে। এমন খেলোয়াড়কে আটকাতে কোনো নির্দিষ্ট খেলোয়াড় নয়, পুরো দল মিলেই তাকে সামলাতে হবে।’

কোচের কথায় এটা স্পষ্ট যে রোনালদোকে নির্দিষ্ট কোনো খেলোয়াড় দিয়ে মার্কিংয়ে রাখতে রাজি নন উরুগুইয়ান কোচ। তাঁকে রাখা হবে জোনাল মার্কিংয়ে। তবে তাবারেজ শুধু রোনালদো, রোনালদো বলে ঘুম কামাই করছেন না। পর্তুগাল দলের বাকি খেলোয়াড়দের নিয়েও মাথা ঘামাচ্ছেন তাবারেজ, ‘আমাদের দৃষ্টিতে পর্তুগালের বাকি নয়জন ফুটবলারও। তাঁরা ইউরোপের চ্যাম্পিয়ন খেলোয়াড়।’

প্রতিপক্ষ দল নিয়ে তাবারেজ সতর্ক থাকলেও শিষ্যদের ওপর আস্থা রাখছেন অভিজ্ঞ এই কোচ, ‘১২ বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আমরা লক্ষ্য অর্জন করছি ধাপে ধাপে। বিশ্বকাপে আমরা কী জিততে চাই, তা দেখাতে শুরু করেছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনে এগিয়েছি এবং তা অব্যাহত রাখতে চাই।’