Thank you for trying Sticky AMP!!

লিভারপুলের আগে কেউ যে নজির গড়তে পারেনি

টটেনহামের বিপক্ষে গোলের পর ফিরমিনো। ছবি: এএফপি
>

ইংলিশ প্রিমিয়ার লিগের এ পর্যন্ত লিভারপুল যত পয়েন্ট তুলেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে এই পর্যায়ে এসে কোনো দলই এত পয়েন্ট অর্জন করতে পারেনি ইতিহাসে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এমন নজির গড়তে পারেনি কোনো দলই।

বলা হচ্ছে লিভারপুলের কথা। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের মাঠে ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। ৩৭ মিনিটে গোলটি করেন রবার্তো ফিরমিনো। টটেনহাম বড় দল হলেও এ মৌসুমে জয়কে লিভারপুল যেন পানসে করে ফেলেছে—মাঠে নামলেই তো জয়ের দেখা মিলছে! গত বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচে সবশেষ হার দেখেছে লিভারপুল। ভাবা যায়!

লিভারপুলের এবারের পারফরম্যান্স (অন্তত লিগের এ পথ পর্যন্ত) সত্যিই বাকি দলগুলোর জন্য ভাবনার অতীত। কাল জয়ের পর ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে লিভারপুল। অর্থাৎ সম্ভাব্য ৬৩ পয়েন্টের মধ্যে ৬১ পয়েন্টই পেয়েছে তারা। দ্বিতীয় লেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ১৬ পয়েন্টের। বলার অপেক্ষা রাখে না, আরও ১৭ ম্যাচ বাকি থাকতেই ৩০ বছরের মধ্যে প্রথম শিরোপা জয়ের পথেই রয়েছে অলরেডরা।

পয়েন্ট টেবিলের রবার্তো ফিরমিনোদের পারফরম্যান্স ব্যবচ্ছেদ করলেও চমকে যেতে হয়। ২১ ম্যাচে ২০ জয় ১ ড্র ; হার নেই। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এর আগে কোনো দলই এক মৌসুমে ২১ ম্যাচ পর্যন্ত এসে এত পয়েন্ট (৬১) সংগ্রহ (ম্যাচে জয় প্রতি ৩ পয়েন্ট ধরে) করতে পারেনি। এখন অনেকেই মনে করছেন, লিভারপুল হয়তো ২০০৩-০৪ মৌসুমে আর্সেনালের স্মৃতিই ফিরিয়ে আনবে। সেবার প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল গানাররা। অনেকেই মনে করছেন, অপরাজিত থাকার কৃতিত্ব গড়বে লিভারপুল।

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় লিগে লিভারপুল সবশেষ পয়েন্ট ভাগাভাগি করেছে গত বছরের ২০ অক্টোবর, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এরপর টানা ১২ ম্যাচ জিতেছে দলটি। ক্লাবটির ইতিহাসে এটি জয়ে টানা দ্বিতীয় সেরা ধারাবাহিক পারফরম্যান্স। আর সব মিলিয়ে লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত রয়েছে লিভারপুল—যা ক্লাবটির ইতিহাসে সেরা ধারাবাহিক পারফরম্যান্স। লিভারপুলের সবশেষ হার বছর পেরিয়ে গেছে—৩৭৩ দিন আগে!

তবে লিভারপুল কোচ ক্লপ দলের এত ভালো পারফরম্যান্সের কোনো কিছুই টের পাচ্ছেন না যেন! খোলাসা করে বললে, আমলে নিচ্ছেন না। কাল টটেনহামকে হারানোর পর এ প্রসঙ্গে ক্লপের ভাষ্য, ‘এটা আমরা জানি, এটা বিশেষ কিছু তবে কোনো কিছু টের পাচ্ছি না। ট্রফি পাওয়াটাই সব, তার আগ পর্যন্ত লড়াই করতে হবে। ধারাবাহিক থাকতে হবে, কারণ আমাদের প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী।’ সবশেষ ৩৮ প্রিমিয়ার লিগের ম্যাচে ১০৪ পয়েন্ট তুলেছে লিভারপুল, আর এবার লিগের ২১ ম্যাচেই গোল করেছে তারা।