মেসি নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতবেন এবার?
মেসি নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতবেন এবার?

৬৬ দিন পর মেসি-বেনজেমাদের ভাগ্য নির্ধারণী

একটা আন্তর্জাতিক শিরোপার জন্য ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা এনে দেওয়া লিওনেল মেসি নাকি বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলা রবার্ট লেভানডফস্কি?

চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ আর ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও নাকি চেলসির চ্যাম্পিয়নস লিগ জেতার পথে অনেকের চোখে সেরা এনগোলো কান্তে?

রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমে দারুণ শুরু করা করিম বেনজেমার নামও আলোচনায় আসছে। বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে গোলের বান বইয়ে চলা আর্লিং হরলান্ডের নাম কেন সেভাবে আসে না আলোচনায়, তা নিয়েও বিতর্ক হয়।  

জর্জিনিও চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর ইতালির হয়ে জিতেছেন ইউরো

ঘুরেফিরে এবার এই নামগুলোই আলোচনায়। আলোচনাটা কিসের, তা এতক্ষণ পর নিশ্চয়ই আর বলতে হয় না! কিসের আবার, এবারের ব্যালন ডি’অর কে জিততে পারেন সেটির। আলোচনা-বিতর্ক করার জন্য আরও ৬৬ দিন সময় পাওয়া যাচ্ছে। আগামী ২৯ নভেম্বর যে প্যারিসে সোনার বলটা তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর হাতে।

তার আগে ৮ অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ফুটবলারদের নাম। বর্ষসেরা ফুটবলার নির্ধারণী দুই পুরস্কারের একটি এই ব্যালন ডি’অরের (অন্যটি ফিফা দ্য বেস্ট) আয়োজক ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আজ এই ঘোষণা দিয়েছে।

করোনা মহামারিতে অনেক দেশের লিগ শেষ না হওয়ায় গত মৌসুমে ব্যালন ডি’অর দেওয়া হয়নি। এক বছর বিরতি দিয়ে আবার তাই ফিরছে ১৯৫৬ সালে শুরু হওয়া এই পুরস্কার।

রিয়ালের হয়ে বেনজেমা মৌসুমে দারুণ শুরু করার পর তাঁর নাম ব্যালন ডি’অরের আলোচনায় নিয়ে এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যম

৬৫তম বারের মতো এই আয়োজনটি হবে প্যারিসের তিয়েখ দু শাতেলে-তে। ২০১৯ সালেও এখানেই ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়া হয়েছিল। সেবার ছেলেদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছিলেন লিওনেল মেসি, মেয়েদের বিভাগে মেগান রাপিনো। ২০১৮ সাল থেকে মেয়েদের বিভাগেও এই পুরস্কার দেওয়া শুরু করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

ছেলেদের ও মেয়েদের বিভাগের বর্ষসেরার পাশাপাশি সেদিন পুরস্কার দেওয়া হবে লেভ ইয়াসিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার) ও রেমন্ড কোপা ট্রফিরও (২১ বছর বা তার কম বয়সী তরুণ খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরা)। এই দুটি পুরস্কারের জন্যও চূড়ান্ত মনোনীতদের তালিকা দেওয়া হবে ৮ অক্টোবর।

লেভানডফস্কি বায়ার্নের হয়ে গোলের পর গোল করেই চলেছেন

ছেলেদের ব্যালন ডি’অরের ক্ষেত্রে বিভিন্ন দেশের ১৮০ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত মনোনীত ৩০ জনের নাম। মেয়েদের ফুটবলের ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ২০ জন নির্ধারণ করবেন মেয়েদের ফুটবল নিয়ে বিশেষভাবে কাজ করা ৫০ জন সাংবাদিক।

ইয়াসিন ট্রফির জন্য ১০ জন চূড়ান্ত মনোনীত নির্ধারণ করবেন ছেলেদের বর্ষসেরা নির্ধারণের দায়িত্ব পাওয়া ১৮০ সাংবাদিক। আর কোপা ট্রফির জন্য মনোনীত ১০ জনের নাম ঠিক হবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বেছে নেওয়া সাবেক ব্যালন ডি’অরজয়ী ৩২ জনের ভোটে।