গত মৌসুমের এল ক্লাসিকোর স্মৃতি সম্ভবত আর কখনোই মনে করতে চাইবে না রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছিল তারা। মূলত এই ম্যাচগুলোর ফলাফলই মৌসুমে রিয়ালের দুর্ভাগ্যের কারণ হয়েছিল। রিয়ালের হারা চার ম্যাচের মধ্যে ২টি ছিল শিরোপার লড়াই।
স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ম্যাচ দুটিতে বার্সার কাছে শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। এরপর লা লিগায় নিজেদের এবং বার্সার মাঠে দুই জায়গাতেই হেরেছিল রিয়াল। এই চারটি হারই রিয়ালের মৌসুমকে ব্যর্থতায় মুড়ে দিয়েছে।
তবে সেই হারের প্রতিশোধের সুযোগ আগামী মৌসুমে পাচ্ছে রিয়াল। যার মধ্যে অন্তত দুটি লড়াইয়ের দিনক্ষণও জানা গেল। লা লিগার প্রকাশিত সূচিই জানিয়েছে আগামী মৌসুমে রিয়াল-বার্সার মুখোমুখি হওয়ার দিন-তারিখ।
লা লিগার আগামী মৌসুমের সূচি অনুযায়ী এ বছরের ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে রিয়াল-বার্সা। আর দ্বিতীয় লেগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ১০ মে। ক্যাম্প ন্যুতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেই ম্যাচটি খেলবে এই দুই দল।
নির্ধারিত এই দুই ম্যাচে বার্সার ডাগআউটে দেখা যাবে গত মৌসুমে দায়িত্ব পালন করা কোচ হান্সি ফ্লিককে। তবে রিয়ালের ডাগআউট আর আগের মতো থাকবে না। কার্লো আনচেলত্তির বদলে সেখানে দেখা যাবে জাবি আলোনসোকে। আলোনসোর জন্য চ্যালেঞ্জটা তাই পূর্বসূরির হয়ে প্রতিশোধ মিশনটা সম্পন্ন করা।
গত মৌসুমে রিয়াল-বার্সা প্রথম মুখোমুখি হয়েছিল ২৬ অক্টোবর লা লিগার প্রথম লেগের ম্যাচে। সেই ম্যাচে ঘরের মাঠ বার্নাব্যুতে রিয়াল বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে। এরপর ১৩ জানুয়ারি দুই দল মুখোমুখি হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এই ম্যাচে ফ্লিকের দলের কাছে ৫-২ গোলে উড়ে যায় আনচেলত্তির রিয়াল।
এরপর ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালেও অবস্থা বদলাতে পারেনি রিয়াল। একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে হাতছাড়া করে শিরোপা। আর সর্বশেষ লা লিগার শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা লিগ ম্যাচেও রিয়াল হেরে যায় বার্সার কাছে। সেদিন ২-০ গোলে শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রিয়াল হেরে যায় ৪-৩ গোলে।
এখন আলোনসোর সামনে থাকা অনেক চ্যালেঞ্জের একটি হচ্ছে এল ক্লাসিকোতে রিয়ালকে জয়ে ফেরানো। আর এল ক্লাসিকোতে আধিপত্য প্রতিষ্ঠা করলে আলোনসোর অনেক কাজই যে সহজ হয়ে যাবে, তা তো জানাই।