পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের মেয়েরা আছেন ফুরফুরে মেজাজে
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের মেয়েরা আছেন ফুরফুরে মেজাজে

অনূর্ধ্ব–২০ নারী সাফ

সাগরিকাকে ছাড়াই ৩ পয়েন্টের আশা

নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখায় আজ ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা।

গত আসরের সেরা ফুটবলার মোসাম্মৎ সাগরিকা এবারও আছেন দারুণ ছন্দে। এরই মধ্যে দুই ম্যাচে করেছেন চার গোল। শ্রীলঙ্কার সঙ্গে হ্যাটট্রিকের পর এক গোল করেছেন নেপালের বিপক্ষেও।

এমন ফর্মে থাকা সাগরিকাকে ছাড়াই আজ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে নামতে হচ্ছে বাংলাদেশকে। নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচে ৪ গোল করেছন সাগরিকা (বাঁয়ে)

সাগরিকার নিষেধাজ্ঞা কয় ম্যাচের, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। সাফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত আসার পর জানা যাবে, নিষেধাজ্ঞাটা এক ম্যাচ নাকি আরও বেশি। এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন লাল কার্ড দেখা সাগরিকা ও নেপালের সিমরান রায়।

তবে চূড়ান্ত শাস্তির বিষয়টি শৃঙ্খলা কমিটির হাতে। ম্যাচ রেফারির রিপোর্ট নিয়ে বসে আজকের মধ্যেই সেই শাস্তির কথা জানাবে সাফের শৃঙ্খলা কমিটি।

ভারত না থাকায় এবারের সাফে নেপালকেই বাংলাদেশের বড় বাধা বলে মনে করা হচ্ছিল। রোববার সেই ম্যাচে ৩–২ গোলে জিতে সে বাধা টপকে গেছে বাংলাদেশ। আজ নেপালের চেয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে জয়ের ব্যাপারে স্বাভাবিকভাবেই বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী থাকার কথা।

ভুটানের বিপক্ষেও জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ নারী দল

গতকাল অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমরা নেপালের সঙ্গে যা চেয়েছি, সেটাই হয়েছে। আজ (গতকাল) আমরা শুধু রিকভারি সেশন করেছি। ভুটান ম্যাচ নিয়ে কোচ আমাদের যেভাবে বলবেন, সেই অনুযায়ী মাঠে পারফর্ম করার চেষ্টা করব।’

ভুটানের সঙ্গে বাংলাদেশের অতীত রেকর্ডও স্বস্তির। বয়সভিত্তিক সাফের গত দুই আসরেই ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। দুটিই বড় ব্যবধানে। একটি জিতেছে চার গোলে, আরেকটি পাঁচ গোলে।