ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ফাইনালে উঠেছে গণ বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। সেমিফাইনালের ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাচ দেখতে ঢোল–বাদ্য নিয়েই ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন সমর্থকেরামেরাজ প্রধানের গোলে দুবার এগিয়ে গিয়েছিল ফার ইস্ট, তবে দুবারই সমতা ফেরায় এআইইউবিআরিফুলের গোলে ১–১ করে এআইইউবি