
৩৯ বছর পেরোনো লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়ালকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেবেন এই ক্রোয়াট কিংবদন্তি। তবে রিয়াল ছাড়ার ঘোষণা দিলেও এখনই ইউরোপের শীর্ষ লিগ ছাড়া হচ্ছে না ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডারের।
জানা গেছে, আগামী মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলানে দেখা যাবে তাঁকে। মদরিচের এসি মিলানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারা। এমনকি মদরিচের সঙ্গে তাঁর কথা হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন ইগলি।
গত ২২ মে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন মদরিচ। বিদায়বার্তায় তিনি লেখেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’
সে সময় ক্লাব বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার কথাও জানান তিনি। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলা এই মিডফিল্ডার ১৩ বছরে ক্লাবটির হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট জিতেছেন ২৮টি ট্রফি।
মদরিচের রিয়াল ছাড়ার খবর সামনে আসার পর থেকেই তাঁর ভবিষ্যৎ গন্তব্যে চোখ ছিল সবার। শুরুতে গুঞ্জন ছিল, রিয়াল ছেড়ে ইন্টার মায়ামিতে গিয়ে মদরিচ হয়তো লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন। কিন্তু মায়ামিতে না গিয়ে বরং মিলানকেই বেছে নিয়েছেন তিনি।
মদরিচের সঙ্গে কি কথা হয়েছে, সেটা জানাতে গিয়ে ইগলি বলেছেন, ‘লুকা মদরিচ? তাঁর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রবল আকাঙ্ক্ষা দেখেছি। আমাদের দলে তার মতো খেলোয়াড়ের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কথোপকথনের সময় মদরিচ কি প্রশ্ন করেছেন, তা জানিয়ে ইগলি বলেন, ‘লুকা প্রথম যে প্রশ্ন আমাকে করেছিল, তা হলো, “আমরা কি লিগ জেতার মতো সক্ষম দল হতে পারব?” সে ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং শুরু থেকে দলের তারকা খেলোয়াড় হতে চায়। যে মানসিকতা, নেতৃত্ব এবং পেশাদারত্ব সে দলে আনবে, সে জন্য এটা গুরুত্বপূর্ণ।’
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, এক বছরের জন্য মিলানে যোগ দিচ্ছেন মদরিচ। চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে আরও এক বছরের জন্য বাড়ানোর সুযোগ আছে। আর মৌসুম প্রতি তাঁকে বেতন দেওয়া হবে ৪০ লাখ ডলার বা ৪৯ কোটি টাকা, সঙ্গে থাকবে বোনাসও।