
পাঁচটি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার তিনি। আন্তনিও কারবাহাল নামটি তাই বিশ্বকাপ ইতিহাসেরই অংশ। মেক্সিকোর কিংবদন্তি এই গোলরক্ষক কাল মারা গেছেন ৯৩ বছর বয়সে। মেক্সিকোর ফুটবল ফেডারেশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কারবাহাল ‘তোতা’ নামে পরিচিত ছিলেন। ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর হয়ে প্রথম খেলেন। এরপর খেলেছেন ১৯৫৪ সালে সুইজারল্যান্ড, ১৯৫৮ সালে সুইডেন, ১৯৬২ সালে চিলি ও ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে। বিশ্বকাপে মেক্সিকোর হয়ে খেলেছেন ১১টি ম্যাচ। প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপ খেলা কারবাহালের রেকর্ডটি অটুট ছিল ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ পর্যন্ত। সেবার জার্মানির লোথার ম্যাথিয়াস নিজের পঞ্চম বিশ্বকাপটি খেলে কারবাহা্লের রেকর্ডে ভাগ বসান। এরপর পাঁচটি বিশ্বকাপে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন কারবাহালের স্বদেশি রাফায়েল মার্কেজ ও আন্দ্রেস গুয়ার্দাদো। এরপর যে দুজন কিংবদন্তি পাঁচ বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লিখিয়েছেন, তাঁরা হলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
কারবাহাল কখনো ইউরোপে খেলেননি। তবে ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে রিয়াল মাদ্রিদ তাঁকে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি মেক্সিকো ছাড়েননি। পেশাদার ক্যারিয়ারের পুরোটা সময়ই নিজের দেশ মেক্সিকোয় লিগ খেলেছেন। মেক্সিকান ক্লাব লিওনের হয়ে কাটিয়েছেন গোটা ক্যারিয়ার।
মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই ছিলেন কারবাহাল। মেক্সিকোর হয়ে খেলেছেন ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। পাঁচটি বিশ্বকাপ খেললেও তাঁর দুর্ভাগ্য, মেক্সিকো এই পাঁচ বিশ্বকাপের একটিতেও গ্রুপ পর্ব পেরোতে পারেননি। ১৯৪৬ সালে সান্তা মারিয়া ডি লা রিবেরার হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি চলে যান নেকাক্সায়। এ ক্লাবের হয়েই তাঁর উত্থান শুরু হয়। প্রতিভার প্রমাণ রাখেন। পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে মেক্সিকো দলে ডাক পান। যদিও তিনি লন্ডনে কোনো ম্যাচ খেলতে পারেননি।
এরপর মেক্সিকোর ক্লাব এসপানায় যোগ দেন কারবাহাল। এ দলে দুই মৌসুম খেলার মধ্যেই ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকো জাতীয় দলে সুযোগ পান। ব্রাজিলে প্রথম ম্যাচেই মেক্সিকো স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে যায় ৪-০ গোলে। ১৯৫২ সালে তিনি ক্লাব এসপানার হয়ে যেতেন মেক্সিকো লিগের শিরোপা। চার বছর ক্লাব এসপানায় খেলার পর তিনি যোগ দেন লিওনে। সেখানেই কাটিয়ে দেন পুরো ফুটবলজীবন।
খেলা ছাড়ার পর ১৯৬৯ সালে লিওনের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন কারবাহাল। ১৯৭২ পর্যন্ত তিনি লিওনের কোচ ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় ফুটবল দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ পর্যন্ত সক্রিয়ভাবে কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। কোচিং করিয়েছেন অ্যাতলেতাস চ্যাম্পেসিনোস ও অ্যাতলেতিকো মরেলিয়া ক্লাবকেও। কারবাহালের মৃত্যুতে শোক প্রকাশ করে মেক্সিকোর কিংবদন্তি রাফায়েল মার্কেজ টুইট করেন, ‘মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির প্রস্থানে শোক প্রকাশ করছি।’