জোড়া গোল করেছেন মেসি
জোড়া গোল করেছেন মেসি

আর্জেন্টিনার মাটিতে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভবত শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে মেসি জোড়া গোল করেন। মেসি গোল করলে যে গানটা আর্জেন্টাইনদের জাতীয় সঙ্গীত, কিংবদন্তি সেই সঙ্গীত বাজল মনুমেন্তালের গ্যালারিতে। বল যতবার তাঁর পায়ে গেছে, গ্যালারিও গলা ফাটিয়েছে।