ফাইনালে অতিরিক্ত সময়ে গোলের পর চোলে কেলির উদ্‌যাপন (সবার সামনে)
ফাইনালে অতিরিক্ত সময়ে গোলের পর চোলে কেলির উদ্‌যাপন (সবার সামনে)

ছবির গল্পে ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়

জার্মান ফুটবলকে নিয়ে অমর কথাটা গ্যারি লিনেকারই বলেছিলেন। কাল ইংল্যান্ডের মেয়েরা ইতিহাস গড়ার পর সে কথাটাই একটু ঘুরিয়ে টুইট করেন ইংল্যান্ড কিংবদন্তি।বোঝাই যাচ্ছে, লিনেকার আনন্দের আতিশয্যেই টুইটটি করেন, ‘ফুটবল খেলাটা সহজ। ২২ জন নারী ৯০ মিনিট বলের পেছনে দৌড়ায় এবং শেষে ইংল্যান্ডই জেতে।’

আসলে লিনেকারের এই আনন্দে ভেসে যাওয়াই ঠিক এই মুহূর্তে গোটা ইংল্যান্ডের প্রতিচ্ছবি। মেয়েদের ইউরোর ফাইনালে কাল রাতে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। মেয়েদের বড় টুর্নামেন্টে এটাই প্রথম শিরোপা জয় ইংল্যান্ডের।

ছেলেদের সর্বশেষ ইউরোয় হ্যারি কেইনরা ফাইনালে উঠে যা পারেননি, প্রায় এক বছর পর সেটাই করে দেখালেন জর্জিয়া স্টানওয়ে-ক্লোয়ে কেলিরা। আর তাই বর্ণিল উৎসবে রঙিন হয়ে ওঠে ট্রাফালগার স্কয়ার, পানশালা থেকে পানশালায় গলা ভেজানোর সঙ্গে চলেছে উল্লাস। আসুন ছবির গল্পে দেখে নিই ওয়েম্বলিতে ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়ের মুহূর্তগুলো:

ফাইনাল শুরুর আগে ব্রিটিশ গায়িকা ও গীতিকার বেকি হিল সুরের মূর্ছনা তুলেছিলেন ওয়েম্বলিতে
খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সুরে গলা মেলাচ্ছে ইংল্যান্ড নারী দল। কে জানত, ইতিহাস গড়া থেকে তখন মাত্র দু্ই ঘণ্টার (১২০ মিনিট) দূরত্বে ‘দ্য লায়নেস’রা
প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। বিরতির পর ৬২ মিনিটে এলা টুনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। করতালিতে ফেটে পড়া ওয়েম্বলিতে গোল করেই সতীর্থদের দিকে ভোঁ-দৌড় টুনের। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড
ছবিই সব বলে দিচ্ছে। ৮৭ হাজারের বেশি দর্শক ফাইনাল দেখতে এসেছিলেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে। ছেলে ও মেয়েদের ইউরো মিলিয়ে এর আগে এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচেই এত দর্শক হয়নি
জার্মানি কখনোই হাল ছাড়ে না, বড় ম্যাচে তো নয়ই। পিছিয়ে পড়ার পর ৭৯ মিনিটে লিনা ম্যাগালের গোলে সমতায় ফেরে জার্মান মেয়েরা। গোল করে দলকে স্বস্তি এনে দিয়ে সমর্থকদের প্রতি উড়ন্ত চুমু বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারের
সমতায় ফেরার পর মিউনিখে জার্মানির সমর্থকদের মুখে হাসি। ইংল্যান্ডের পানশালা থেকে রাস্তায় বড় পর্দায় সমর্থকেরা যেভাবে এই ফাইনাল দেখেছেন, মিউনিখেও ঠিক একই দৃশ্য দেখা গেছে
ইংল্যান্ডের এক সমর্থকের কাণ্ড! সাবেক স্ট্রাইকার ওয়েন রুনি ইংল্যান্ডের ১০ নম্বর জার্সি পরতেন। সে জার্সিতে রুনির নামের ওপর ইংল্যান্ড দলের তারকা ও ১০ নম্বর জার্সিধারী মিডফিল্ডার জর্জিয়া স্টানওয়ের নাম লিখে ওয়েম্বলিতে এসেছিলেন এই সমর্থক
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ট্রাফালগার স্কয়ারে ইংল্যান্ড সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত কে জিতবে!
অবশেষে ইংল্যান্ড-সমর্থকদের দুশ্চিন্তার অবসান। বদলি হয়ে নামা ক্লোয়ে কেলি ম্যাচের ১১০ মিনিটে জার্মানির বক্সে এই জটলার ভেতর থেকে জয়সূচক গোলটি করেন। ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই লেখা হয় নতুন ইতিহাস
বলা হচ্ছে, এই মুহূর্তের যেকোনো ছবি ইংল্যান্ডের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছবি হয়ে থাকবে। অতিরিক্ত সময়ে গোল করে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে জার্সি খুলে ছুটছেন ক্লোয়ে কেলি। পেছনে তাঁর সতীর্থরা। ওয়েম্বলির গ্যালারিতে বসে এই দৃশ্য দেখা অনেকের মনেই ছবিটি সারা জীবন গাঁথা থাকবে।
ইউরো শিরোপা নিয়ে পোজ ইংল্যান্ড নারী দলের। ইংল্যান্ড সমর্থকদের জন্য মনের ফ্রেমে গেঁথে রাখার মতো ছবি